তিন দিন আগে জেরা করা হয়েছিল তাঁর স্ত্রীকে। আজ, সোমবার ইডি দফতরে ফের জেরা করা হবে তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে।
সারদাকর্তা সুদীপ্ত সেনের কাছে কয়েক কোটি টাকায় একটি চালু না হওয়া বৈদ্যুতিন চ্যানেল বিক্রি করেছিলেন তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। সেই সূত্রেই ইডি তলব করেছে শুভাপ্রসন্নবাবুকে। পাশাপাশি, কলকাতার এক ব্যবসায়ীকেও এ দিন জিজ্ঞাসাবাদ করতে চলেছেন তদন্তকারীরা।
চলতি বছরের শুরুতেই শুভাপ্রসন্নবাবুকে জিজ্ঞাসাবাদ করে ওই চ্যানেল বিক্রির চুক্তি সম্পর্কে বেশ কিছু তথ্য নিয়েছিলেন ইডির তদন্তকারীরা। কিন্তু পরে সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালি সেন এবং ছেলে শুভজিৎকে গ্রেফতার করে এবং সংস্থার একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করে ওই চ্যানেল হস্তান্তর সম্পর্কে ধোঁয়াশা তৈরি হয়েছে। হস্তান্তর সম্পর্কে এই ধোঁয়াশা কাটাতে গত শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে চিত্রশিল্পীর স্ত্রী শিপ্রা ভট্টাচার্যকে।