আদালত তাড়া না-দিলে পুলিশের গয়ংগচ্ছ ভাব কাটে না বলে কলকাতা হাইকোর্ট বারবার তোপ দাগছে। কিন্তু পুলিশের তরফে নড়ে বসার লক্ষণই নেই। এই নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছে উচ্চ আদালত। দেগঙ্গায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর মামলায় উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারের সামনেই তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করল হাইকোর্ট। তদন্তে গড়িমসি ও গাফিলতি নিয়ে নতুন করে তদন্ত করার জন্য এসপি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়ন্ত বিশ্বাস।
বিভিন্ন মামলায় পুলিশের দায়সারা তদন্ত নিয়ে বারে বারে সরব হচ্ছে উচ্চ আদালত। দেগঙ্গার মামলাটিতে শুধু গাফিলতি নয়, মিথ্যে বলার জন্যও সোমবার তিরস্কৃত হলেন তদন্তকারী অফিসার। বিচারপতি ওই অফিসারকে প্রশ্ন করেন, সাক্ষীদের জবানবন্দি কে লিখেছেন? তদন্তকারী অফিসার সটান বলে দেন, তিনি নিজেই সব জবানবন্দি লিখেছেন। সন্দেহ হওয়ায় বিচারপতি ওই অফিসারকে বলেন, “আমার সামনে আপনি পুরো বিষয়টি লিখে দেখান তো।” তদন্তকারী অফিসার বিপাকে পড়ে যান। ধরা পড়ে গিয়ে হাতজোড় করে তিনি বলেন, “ভুল হয়ে গিয়েছে, স্যার। জবানবন্দি অন্য লোক লিখেছে, আমি সই করেছি মাত্র।”
এই জবাব শুনে বিচারপতি পুলিশ সুপারের কাছে জানতে চান, এই অফিসার কি কনস্টেবল থেকে উন্নীত হয়ে অফিসার হয়েছেন?