ম্যানেজমেন্ট পড়তে পড়তে দু’জনেরই বহুজাতিক সংস্থায় চাকরি বাঁধা হয়ে গিয়েছে। তবু রাজনীতির অন্দর মহলকে যাচাই করে নিতে লোকসভা ভোটের আগে তৃণমূলের শিক্ষার্থী হলেন দুই তরুণ।
এক জন এ রাজ্যেরই বোলপুরের আদি বাসিন্দা। দীর্ঘ মেয়াদি লক্ষ্যে রাজনীতিতেই আসার ইচ্ছা তাঁর। আর এক জন ছত্তীসগঢ়ের ভিলাই ছেড়ে পড়াশোনার জন্য কলকাতায়। পণ্য বিপণনের কর্পোরেট ইনিংসের বাইরে আদর্শ বিপণনে আগ্রহী। অধুনা আইএমএম (কলকাতা)-র জোকা ক্যাম্পাসের বাসিন্দা দুই তরুণ তন্ময় মণ্ডল ও সম্প্রতি মোতঘারের নতুন কাজের ঠিকানা হতে চলেছে তপসিয়ার তৃণমূল ভবন।
রাজনীতির প্রতি অদম্য আগ্রহ এই একটি মাপকাঠিই তন্ময় ও সম্প্রতিকে সাহায্য করেছে বাকি আবেদনকারীদের টপকে তৃণমূলের হয়ে ইন্টার্নশিপের সুযোগ পেতে। গত বিধানসভার ভোটে আগে যেমন হয়েছিল, এ বার লোকসভা ভোটের আগেও তেমনই দু’জনকে শিক্ষার্থী হিসাবে চেয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। সমাজে বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ আরও মসৃণ ভাবে গড়ে তোলার জন্য তৃণমূলের নীতি যাঁরা হাতে-কলমে রূপায়ণ করতে পারবেন। আইআইএম (কলকাতা) থেকে মোট জমা পড়েছিল ৩১টি আবেদন। প্রথম বর্ষের কাউকে বিবেচনা করা হবে না বলে বাদ দেওয়া হয়েছিল ১৭ জনকে। বাকি ১৪ জনের আবেদনপত্র, জীবনপঞ্জি খতিয়ে দেখে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল ৫ জনকে। দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে রবিবার তাঁদের সঙ্গে কথা বলেছেন তৃণমূলের রাজ্যসভার সচেতক তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। শেষ পর্যন্ত বাছা হয়েছে তন্ময় ও সম্প্রতিকে।