বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রশ্নপত্রের গোপনতা বজায় রাখার দায়িত্ব মূলত উপাচার্য এবং পরীক্ষা নিয়ামকের। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র নিয়ে বিভ্রাটের জেরে অবশ্য পরীক্ষা নিয়ামকেরই চাকরি গেল। ওই পদে ছিলেন শুভাশিস মাইতি।
বুধবার শুভাশিসবাবুকে জানিয়ে দেওয়া হয়েছে, গত এক বছরে তাঁর কাজকর্মে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ সন্তুষ্ট হতে পারেননি। তাই পরীক্ষা নিয়ামকের পদে তাঁকে স্থায়ী করা হচ্ছে না। ‘প্রবেশন’-এ থাকার পরে শুক্রবার তাঁর এক বছর পূর্ণ হওয়ার কথা ছিল। তাঁকে স্থায়ী না-করায় ওই বিশ্ববিদ্যালয়ে আপাতত কোনও পরীক্ষা নিয়ামক নেই। সহকারী পরীক্ষা নিয়ামকের পদটিও খালি। এই অবস্থায় বিভিন্ন পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে চিন্তায় পড়েছেন পড়ুয়ারা।
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমেস্টার পরীক্ষার ফল বেরিয়ে গেলেও দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমেস্টারের খাতা দেখার কাজ চলছে। ঠিক এই সময়েই পরীক্ষা নিয়ামককে ছাঁটাই করায় ফলপ্রকাশের কাজে সমস্যা হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে শিক্ষক-ছাত্রদের মধ্যে। বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ অবশ্য আশ্বাস দিয়েছেন, ফল বেরোবে যথাসময়েই। এক অ্যাসোসিয়েট প্রফেসরকে অস্থায়ী ভাবে পরীক্ষা নিয়ামকের কাজ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। শুভাশিসবাবু ফিরে যাবেন তাঁর আগেকার কর্মস্থল, একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে।