টিভি দেখার মাসিক খরচ অনেকটাই বাড়তে চলেছে। স্টার টিভির মতো বাকি দুই চ্যানেল সংস্থা সোনি ও জি টিভি এ বার তাদের চ্যানেলগুলির জন্য নতুন চুক্তি করতে চলেছে। এমএসও সংস্থাগুলির হিসেব অনুযায়ী, এর ফলে প্রতিটি সেট-টপ বক্সে টিভি দেখার মাসিক ভাড়া প্রায় সাড়ে তিনশ টাকা থেকে শুরু হবে।
স্টার তাদের যে চ্যানেলে জন্য যে নতুন ব্যবস্থা করেছে, সেই পথেই এগোচ্ছে বাকি দুই ব্রডকাস্টার সোনি ও জি টিভি। সম্প্রতি কলকাতা এসেছিলেন সোনির ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মকরন্দ পালেকর। তিনি জানান, স্টারের মতোই তারাও নতুন ভাবে চুক্তি করতে চান। জি টিভির এক সূত্র দিল্লি থেকে ফোনে জানান, স্টার ইন্ডিয়ার সঙ্গে এমএসওদের চুক্তি হয়ে যাওয়ার পরে তাঁরাও একই পথ নেবেন।
২০০৪ সালে ট্রাই পে চ্যানেলের ভাড়া নির্দিষ্ট করে দেয়। এর পরে আর ভাড়া বাড়ানোর অনুমতি নেই চ্যানেল সংস্থাগুলির। তবে এমএসও-দের ভাড়া বাড়ানোয় আপত্তি নেই। চ্যানেল সংস্থাগুলির ক্ষোভ, অনুষ্ঠান তৈরির খরচ প্রায় ৪০০ শতাংশ বেড়েছে। জনপ্রিয় সিনেমাও খোলা বাজার থেকে কিনতে হয়, যেখানে বিক্রেতাই দাম স্থির করেন। এ নিয়ে ট্রাই কোনও নিয়ম তৈরি করেনি। তবুও চ্যানেলের দাম বাড়ানোর অনুমতি পাওয়া যাচ্ছে না। এর পরে বিদেশের মতো যদি পে চ্যানেলে বিজ্ঞাপন দেখানো বন্ধ হয়ে যায়, তা হলে চ্যানেল চালানো অসম্ভব হয়ে উঠবে।