লোকসভা ভোটের মুখে বাংলার সাংস্কৃতিক জগতে ফের পরিবর্তনের হাওয়া!
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা নাট্য-ব্যক্তিত্ব অর্পিতা ঘোষের সমর্থনে প্রচারে নামার কথা ঘোষণা করলেন কবি সুবোধ সরকার, অভিনেতা অরিন্দম শীল, নাট্য-কর্মী শেখর দাস প্রমুখ। যাঁরা এ যাবৎ বামপন্থী বিশিষ্ট হিসাবেই পরিচিত ছিলেন। পাঁচ বছর আগে লোকসভা ভোট বা তিন বছর আগে বিধানসভার ভোটের আগে বাংলার সাংস্কৃতিক জগতের বহু ব্যক্তিত্বই পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন। পরবর্তী কালে তাঁদের অনেকেই সরাসরি তৃণমূলেও যোগ দিয়েছেন। কিন্তু সুবোধবাবু বা অরিন্দমবাবুদের মতো কিছু ব্যক্তিত্ব তার মধ্যেও তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলেছেন। কিন্তু এ বার লোকসভা নির্বাচনে প্রার্থী অর্পিতা নামক সেতুর মাধ্যমে সেই দূরত্বও ঘুচে গিয়েছে!
কলকাতা প্রেস ক্লাবে সোমবার সুবোধবাবু, অরিন্দমবাবু তো বটেই, নাট্য-ব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত, মনোজ মিত্র, মেঘনাদ ভট্টাচার্য, গায়ক মনোময় ভট্টাচার্য প্রমুখ ঘোষণা করেছেন, তাঁরা এ বার অর্পিতার সমর্থনে প্রচার করবেন। এক বিবৃতিতে সুবোধ-অরিন্দমদের সঙ্গেই রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শাঁওলী মিত্র, গায়িকা স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, ইন্দ্রাণী ও শ্রাবণী সেনেরা আবেদন করেছেন ‘অর্পিতা ঘোষের মতো এক জন লড়াকু, দৃঢ়চেতা, পরিশ্রমী, সংবেদনশীল এবং স্বচ্ছ চিন্তার মানুষ যদি সাংসদ হিসেবে নির্বাচিত হন, তা হলে বালুরঘাট তথা পশ্চিমবঙ্গের জনগণ এক জন প্রকৃত জনপ্রতিনিধি পাবেন’। প্রেস ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী এবং নাট্য-ব্যক্তিত্ব ব্রাত্য বসু জানান, যে শিল্পীরা অর্পিতাকে সমর্থন করার আবেদন করছেন, তাঁরা সকলেই বালুরঘাটে প্রচারে যাবেন। ব্রাত্যবাবু বলেন, “আরও বিশিষ্ট মানুষ আছেন, যাঁরা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাঁরাও বালুরঘাটে যাবেন।” অর্পিতার জন্য এমন সেতুবন্ধনের প্রয়াসে অন্যতম নেপথ্য শিল্পী শিক্ষামন্ত্রীই।