নবান্নে যখন সরকারি অনুষ্ঠান বয়কট চলছে, তখন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরকন্যায় সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ শুরু করল রাজ্য সরকার। ওই ভবনের বাইরে পুলিশি পাহারা থাকলেও ভিতরের নিরাপত্তার দায়িত্বে আছে একটি বেসরকারি সংস্থা। তারাই বুধবার সাংবাদিকদের জানিয়ে দিয়েছে, উত্তরকন্যার যেখানে-সেখানে আর ঘোরাঘুরি করা যাবে না। প্রেস কর্নারেই বসে থাকতে হবে সকলকে।
এই পরিস্থিতিতে বুধবার মহাকরণের সামনে প্রফুল্ল চাকির মূর্তিতে অর্থমন্ত্রী অমিত মিত্রের মাল্যদান অনুষ্ঠানও বয়কট করলেন সাংবাদিকেরা। স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন উপলক্ষে এ দিন ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। পুলিশের অনুরোধ-উপরোধ সত্ত্বেও মহাকরণের সাংবাদিকেরা সেখানে না গেলে শেষে দু’-এক জন সরকারি অফিসারের উপস্থিতিতে প্রফুল্ল চাকির মূর্তিতে মালা দিয়ে ফিরে যান অমিতবাবু। একই ভাবে নবান্নের প্রেস কর্নারে রাজ্যের পরিকল্পনামন্ত্রী রচপাল সিংহ যখন প্রফুল্ল চাকির ছবিতে যখন মালা দেন, তখনও সেখানে গরহাজির সব সাংবাদিক।
এ দিন দুপুরে বেঙ্গল চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানেও এই সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয় অমিতবাবুকে। নবান্নে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা নিয়ে তাঁর মতামত জানতে চাওয়া হয়। অনুষ্ঠান তখন শেষ হয়ে গিয়েছে। প্রশ্ন শুনে তিনি কোনও কথা না বলে দ্রুত বেরিয়ে যান।