মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে আবার ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রবীণ শিল্পীকে আগামী সপ্তাহে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে ব্যক্তিগত ভাবে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত মার্চ মাসেও ইডি শুভাপ্রসন্নবাবুকে জেরা করেছিল। তখনও সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালি ও ছেলে শুভজিৎ গ্রেফতার হননি। সারদা কেলেঙ্কারির এত তথ্যও এসে পৌঁছয়নি ইডি-র হাতে। সেই তুলনায় এ বার শুভাপ্রসন্নবাবুকে ডেকে পাঠানোটা তাই আলাদা করে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা।
মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুভাপ্রসন্নবাবু রেলের ‘যাত্রী স্বাচ্ছন্দ্য’ কমিটির চেয়ারম্যান ছিলেন। মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তাঁর ঘনিষ্ঠদের বৃত্তে অন্যতম মুখ শুভাপ্রসন্নবাবু। ইডি সূত্রের খবর, সারদাকর্তা সুদীপ্ত সেন তাঁর কাছ থেকে একটি চ্যানেল কিনেছিলেন। নিউটাউন-ভাঙর এলাকায় শুভাপ্রসন্ন যে ‘আর্টস একর’ গড়ে তুলেছেন, তাতেও সারদার টাকা রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা।