নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রাবাসে মানসিক ভারসাম্যহীন যুবক কোরপান শাহ খুনের মামলায় ধৃত ৯ জন অভিযুক্তকে আগামী ১৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার তাঁদের সকলকেই আদালতে তোলা হয়। ধৃতদের আইনজীবীরা জামিনের পক্ষে সওয়াল করলেও বিচারক তা খারিজ করে দেন।
এর আগে ওই ঘটনায় পলাতক তিন হবু চিকিত্সকের বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল শিয়ালদহ আদালত। আদালতের নির্দেশ হাতে পেয়ে তদন্তকারীরা বুধবার রাতেই এনআরএসের ছাত্রাবাসের বাইরে হুলিয়া জারির নোটিস সেঁটে দেয়।
লালবাজার সূত্রের খবর,পলাতক তিন ছাত্র কল্যাণ বন্দোপাধ্যায়, নীরজ কুমার এবং রোশন কুমার ওই কলেজের ফাইনাল, চতুর্থ এবং তৃতীয় বর্ষের ছাত্র। কল্যাণের বাড়ি বর্ধমান। বাকি দু’জনের বাড়ি বিহারের বেগুসরাই এবং নালন্দায়। ঘটনার সময় তিন জনই ওই ছাত্রাবাসের আবাসিক ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। তাঁরা আরও জানান, পলাতক তিন জনের বাড়িতেই স্থানীয় থানার মাধ্যমে হুলিয়ার নোটিস সেঁটে দেওয়া হবে।