দু’বছরের ব্যবধানে দুই জুলাইয়ের রবিবার। বিধানসভায় ছবিও দু’রকম! যাকে বলে এক যাত্রায় পৃথক ফল!
সে বার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পড়েছিল রবিবারে। বিধানসভার কর্মীরা ছুটির দিনে থাকবেন না বলে ২০১২ সালের সেই ৮ জুলাই লবিতে বামফ্রন্টের বিধায়কেরা বসুর জন্মদিন পালন করতে বাধা পেয়েছিলেন। শেষ পর্যন্ত আলিমুদ্দিন থেকে বসুর ছবি এনে বিধানসভার গেটে বেঁধে হাইকোর্টের দিকে রাস্তায় তাঁরা উদযাপন করেছিলেন জন্মদিন। আর ছুটির দিনের কারণ দেখিয়েই বিধানসভায় সরকারি ভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল দু’দিন আগে, ৬ জুলাই বিকালে! সরকার পক্ষের কাজে অসৌজন্যের অভিযোগ এনে ৬ তারিখের সেই অনুষ্ঠান বয়কট করেছিলেন বাম বিধায়কেরা। এ বার ৬ জুলাই রবিবার। সেই দিনই প্রথা মেনে বিধানসভার লবিতে সরকারি ভাবে পালিত হতে চলেছে নেহরু জমানার কেন্দ্রীয় মন্ত্রী এবং জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন! সকাল ১০টায় ওই অনুষ্ঠানের জন্য নোটিসও জারি হয়েছে।
দুই প্রয়াত রাজনীতিকের জন্মদিনে দু’রকমের সিদ্ধান্তে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলছে বামেরা। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেবের বক্তব্য, “সে বার ছুটির দিন বলে বিধানসভায় জ্যোতিবাবুর জন্মদিন পালন করতেই দেওয়া হল না! প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিম বিধানসভার বাইরে বেঞ্চে বসে বক্তৃতা করলেন। এ বার শুনছি রবিবারই জন্মদিন পালন হবে! তা হলে জ্যোতিবাবুর বেলায় বাধা দেওয়া হল কেন?” বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এ নিয়ে মন্তব্য করতে চাননি। তবে কলকাতার বাইরে থাকায় তিনি রবিবার বিধানসভার অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।