আদিবাসী এক বিবাহিত মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার পুকুরিয়া গ্রামের কলোনিপাড়ায়। পুলিশ জানিয়েছে, নিহতের বয়স বছর আঠাশ। বাড়ি ওই এলাকায়। তাঁর দাদার অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় দত্তপুকুরের এক ব্যক্তির। যিনি কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকেন। তাঁদের দুই মেয়ে। গত কয়েক মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার কাছে থাকা শুরু করেন ওই বধূ। এ দিন সন্ধ্যায় দুলদুলিতে মেলা দেখতে গিয়েছিলেন তিনি। সে সময় তাঁকে কয়েক জন যুবক নানা ভাবে উত্যক্ত করে বলে অভিযোগ। এরপর ওই মেলা থেকে তিনি বাড়ি ফিরে আসেন।
পুলিশ জানায়, রাত ১টা নাগাদ মোবাইলে ফোন আসায় ঘুম ভাঙে ওই বধূর। ফোন পেয়ে প্রতিবেশীর বাড়িতে জরুরি প্রয়োজন ‘এখুনি আসছি’ বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যায়নি।