যন্ত্র বিকল হয়ে কয়েক দিন ধরে পানীয় জল পৌঁছচ্ছে না গ্রামে। তারই প্রতিবাদে কলসি নিয়ে পাম্প হাউসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর পঞ্চায়েতের বাইলানি গ্রামে। পাম্প হাউসের কর্মী তারক নাথ দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিকল যন্ত্র সচল করার প্রতিশ্রুতি দিলে শান্ত হয় বিক্ষোভকারীরা।
ব্লক প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধানিখালি, কাকারিয়া, বাইলানি, পূবেরঘেরি, দুর্গাপুর, ধরমবেড়িয়া এবং পশ্চিম খেজুরবেড়িয়া ও বাইনারা গ্রামের কয়েক হাজার মানুষ ওই পাম্পের জল ব্যবহার করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাম্প হাউস থেকে পাঠানো জল ধরে রাখার জন্য যে ভ্যাটগুলি আছে, তা কালেভদ্রে পরিষ্কার করা হয়। ফলে পানীয় জলের সঙ্গে মাঝে মধ্যেই বেরিয়ে আসছে কেঁচো, পোকা। সংশ্লিষ্ট দফতর কিম্বা স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
এই অবস্থায় গত কয়েক দিন ধরে পাম্প খারাপ হয়ে থাকায় সেই জলটুকুও মিলছে না। ৪-৫ কিলোমিটার দূরে অন্য গ্রামে গিয়ে জল আনতে হচ্ছে। অভিযোগ, এত সবের পরেও সংশ্লিষ্ট দফতরের ভূমিকা নীরব দর্শকের।