এক বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ঘণ্টা দু’য়েক আটকে রেখে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মী-সমর্থকের বিরুদ্ধে। ঘর থেকে প্রায় ২ লক্ষ টাকা লুঠ করারও অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার শিমুলপুর এলাকায়।
জখম নিত্যানন্দ গাইনকে প্রথমে ঠাকুরনগরে চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে পাঠানো ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। বনগাঁর এসডিপিও মীর সহিদুল আলি বলেন, ‘‘ওই ব্যক্তির স্ত্রী একটি অভিযোগ করেছেন। তদন্ত শুরু হয়েছে।”
বিজেপি নেতা কেডি বিশ্বাস জানান, নিত্যানন্দবাবু তাঁদের দলের সক্রিয় কর্মী। তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে। বাড়িতে ঢুকে ডাকাতি করা হয়েছে।” তাঁর অভিযোগ, বিজেপি করার জন্যই এই হামলা চালিয়েছে তৃণমূল। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ বলেন, ‘‘ওই ঘটনায় দলের কেউ যুক্ত নয়। দলের নির্দেশ আছে, এ ধরনের কাজ করা যাবে না। কেউ করে থাকলেও ব্যক্তিস্বার্থে করেছে। দল কোনও ভাবেই তাতে যুক্ত নয়।’’