দুষ্কৃতী তাণ্ডবে কার্যত ধূলিসাৎ হয়ে গেল উস্তি বাজার। বৃহস্পতিবার সকাল থেকে হাজার দু’য়েক সশস্ত্র দুষ্কৃতী বোমা মারতে মারতে বাজারে ঢোকে। একের পর এক দোকানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বোমা-গুলিতে অন্তত জনা দ’শেক আহত হয়েছেন বলে জানতে পেরেছে পুলিশ। জেলা পুলিশের এক কর্তা বলেন, “এলাকায় উত্তেজনা থাকায় র্যাফ, কমব্যাট ফোর্স টহল দিচ্ছে। কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের না হলেও দুষ্কৃতীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। তল্লাশি শুরু হয়েছে।”
ঘটনার সূত্রপাত বুধবার রাতে। উস্তির কুলেশ্বর গ্রাম থেকে জয়নগরের বাড়িতে ফেরার জন্য দৌলা স্টেশনের দিকে যাচ্ছিলেন এক দম্পতি। তাঁদের উপরে চড়াও হয় কিছু স্থানীয় যুবক। রাতেই ওই দম্পতির চেনা পরিচিত কিছু লোক এসে হামলাকারীদের মারধর করে। পুলিশের কাছে অভিযোগ দায়ের না হলেও এলাকায় চাপা উত্তেজনা ছিল।
এ দিন সকাল ৯টার পরে হাজার দু’য়েক লোক এসে তাণ্ডব শুরু করে উস্তি বাজারে। একাধিক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। বোমা ছোড়া হয় মুহুর্মুহু। শূন্যে গুলিও চালায় হামলাকারীরা। অনেককে মারধর করা হয়। রাস্তার ধারের কিছু বাড়িতে ভাঙচুর চলে। সংলগ্ন গ্রামগুলিতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ঘণ্টা তিন-চার ধরে তাণ্ডব চালানোর পরে যায় হামলাকারীরা। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। উস্তি বাজারের এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, “আচমকা কোনও কারণ ছাড়াই দুষ্কৃতীরা তাণ্ডব শুরু করে।” নিরাপত্তা সুনিশ্চিত না করা পর্যন্ত আজ, শুক্রবার থেকে অনির্দিষ্ট কাল দোকানপাট বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।