Advertisement
০৫ মে ২০২৪
Narendrapur

পুকুর ভরাটের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে হেনস্থার শিকার পুরসভার এগজ়িকিউটিভ অফিসার

বুধবার দুপুরে রাজপুর-সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঢালুয়াতে একটি সাত বিঘে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে পরিদর্শনে গিয়েছিলেন পুরসভার এগ়জ়িকিউটিভ অফিসার রবীন্দ্রনাথ রায়।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নরেন্দ্রপুর শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৫
Share: Save:

পুকুর ভরাটের অভিযোগ পাওয়ার পরেই পরিদর্শনে যাওয়া পুরসভার এগজ়িকিউটিভ অফিসারের উপর হামলার অভিযোগ উঠল। বুধবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ঘটনাটি ঘটেছে। হামলার অভিযোগ উঠেছে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারের বিরুদ্ধে। কাউন্সিলর অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

বুধবার দুপুরে রাজপুর-সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঢালুয়াতে একটি সাত বিঘে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে পরিদর্শনে গিয়েছিলেন পুরসভার এগ়জ়িকিউটিভ অফিসার রবীন্দ্রনাথ রায়। রবীন্দ্রনাথের অভিযোগ, সেখানে পাপিয়া নেতৃত্বে কয়েক জন তাঁকে হেনস্থা করেন। গালিগালাজ করা হয়। তাঁকে কাজে বাধা দেওয়া হয়। এমনকি কেউ কেউ তাঁকে মারতেও উদ্যত হন। নরেন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের করেছেন রবীন্দ্রনাথ।

তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী জলা জমির ভরাটের বিরুদ্ধে অভিযানে নামার নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাশের নির্দেশে মেনে পুকুর ভরাটের অভিযোগ খতিয়ে দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি, পুকুরের বেশ কিছুটা অংশ ভরাট হয়ে গিয়েছে। পাঁচিল দেওয়ার কাজও শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendrapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE