Advertisement
২৬ এপ্রিল ২০২৪
BJP

BJP: মুকুল দল ছাড়তেই পদত্যাগ বিজেপি-র বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতির

দলের কোনও কর্মসূচির খোঁজ পাচ্ছিলেন না। শারীরিক ভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই রাজ্য সভাপতির বৈঠকের দিনই পদ ছাড়লেন বিজেপি নেতা।

তপন সিনহা।

তপন সিনহা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ১১ জুন ২০২১ ২০:৪৩
Share: Save:

এক দিকে মুকুল রায় যখন বিজেপি ছাড়ছেল, অন্য দিকে তখনই দল ছাড়ার কথা চিঠি দিয়ে জানিয়ে দিলেন মুকুল-ঘনিষ্ঠ বিজেপি নেতা। বনগাঁয় শুক্রবারই দলীয় বৈঠকে যোগ দিতে যান দিলীপ ঘোষ। আর সেই দিনই তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া বিজেপি-র জেলা সহ-সভাপতি তপন সিন্‌হা (খোটে) পদত্যাগ করলেন। তিনি চিঠিতে জানালেন, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করছেন। তিনি লিখেছেন, ‘বেশ কিছু দিন ধরে দলের হয়ে কাজ করতে পারছিলাম না। সেই কারণেই পদত্যাগ করলাম।’

শুক্রবার এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব। বিধানসভা নির্বাচনে বনগাঁ মহকুমায় একচেটিয়া জয় পেয়েছে বিজেপি। বনগাঁ লোকসভার ৭টি আসনের মধ্যে ৬টি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। তার পরেও কেন দলে এ রকম ভাঙন, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তপন বলেন, ‘‘গত কয়েকদিন ধরে রাজনৈতিক কর্মসূচি আমি জানতে পারছিলাম না। আসলে আমাকে জানানো হচ্ছিল না। একই সঙ্গে শারীরিকভাবেও আমি আর পেরে উঠছি না। সেই কারণেই আপাতত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি । ভবিষ্যতে কী করব সেটা পরে ভাবব।’’

এ বিষয়ে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, ‘‘নিজের স্বার্থসিদ্ধি করার জন্য দলে এসেছিলেন উনি। দল ক্ষমতায় আসেনি, তাই স্বার্থসিদ্ধি হবে না ভেবে তৃণমূলে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE