বাড়ির পাশের প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে গ্রামীণ হোম স্টে গড়ে তুললেন কয়েকজন তরুণ-তরুণী। নামখানার পাতিবুনিয়ার এমন হোম স্টে হওয়ায় খুশি জেলা প্রশাসনও।
পর্যটন কেন্দ্রের বাইরে এখন হোম স্টে পর্যটকদের কাছে আকর্ষণের। সে জন্যই গ্রামীণ হোম স্টে পর্যটন শুরু করেছেন এলাকারই প্রণয় দুলুই। এই প্রকল্পে রয়েছেন ছ’জন। তার মধ্যে দু’জন স্কুলের ছাত্রও রয়েছে। এক কলেজ পড়ুয়া তরুণীও যোগ দিয়েছেন তাঁদের সঙ্গে। প্রকল্পের সঙ্গে যুক্ত দ্বাদশ এবং একাদশ শ্রেণির দুই ছাত্র দেবকুমার বেরা ও শোভন মাইতি জানায়, এখানে এলে প্রাকৃতিক পরিবেশের সঙ্গেই থাকতে পছন্দ করছেন অতিথিরা। বাড়ির তৈরি খাবার রান্নার দায়িত্বে রয়েছেন একজন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা।
নিরিবিলি সৈকতে জনপ্রিয় হতেও শুরু করেছে তাঁদের ওই হোম স্টে। সম্প্রতি সেখানে থাইল্যান্ডের কয়েকজন পর্যটক এসে ঘুরেও গিয়েছেন। পর্যটকদের স্থানীয় জেলা পরিষদ সদস্য অখিলেশ বাড়ুই বলেন, ‘‘রাজ্য সরকার এলাকায় ইকো ট্যুরিজ প্রকল্প গড়ায় উৎসাহ দিচ্ছে। এত অল্প বয়েসে পাতিবুনিয়ার ওই যুবকরা যা করছে তার পাশে আমরা রয়েছি।’’