Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টোল ট্যাক্সে বেনিয়ম, অবরোধ

করে মানছে না নতুন টোল ট্যাক্সও। সরকার নির্ধারিত করের থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে গাড়ি চালকদের কাছ থেকে, এই অভিযোগে কল্যাণী এক্সপ্রেসওয়ের তিনটি টোল প্লাজার কর্মীদের বিরুদ্ধে সরব হল বিজেপি।

নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

করে মানছে না নতুন টোল ট্যাক্সও। সরকার নির্ধারিত করের থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে গাড়ি চালকদের কাছ থেকে, এই অভিযোগে কল্যাণী এক্সপ্রেসওয়ের তিনটি টোল প্লাজার কর্মীদের বিরুদ্ধে সরব হল বিজেপি। শুক্রবার দলের কর্মীরা ওই রাস্তা অবরোধও করেন। সকাল ১১টা থেকে অবরোধ চলে ঘণ্টাখানেক। শেষে স্টেট হাইওয়ে অথরিটি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ ওঠে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে তিনটি টোলপ্লাজা নিয়ে এর আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে রাস্তা তৈরি হওয়ার তিরিশ বছর পরে টোল আদায়ের ধরন নিয়ে। গাড়ি পিছু যে টাকা নেওয়া হচ্ছে, তা অনেক বেশি এবং তার কোনও বৈধ কাগজ টোল প্লাজা কর্মীরা দেখাতে পারছেন না বলে অভিযোগ। বিজেপি নেতা অরুণ ব্রহ্ম বলেন, ‘‘এর আগেও ভুয়ো এজেন্সিকে দিয়ে বছরের পর বছর টাকা আদায় করানো হয়েছিল কেএমডিএ’র নাম করে। এখনও ফের সেই বেআইনি কাজ চালু করেছে শাসকদলের মদতপুষ্ট কিছু লোক।’’ ব্যারাকপুরের মহকুমাশাসক পীযূষ গোস্বামী বলেন, ‘‘সংশ্লিষ্ট দফতরকে বলেছি খতিয়ে দেখে জানাতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toll tax Road Blockade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE