পুরনো শত্রুতার জেরে একটি ক্লাবে হামলা চালাল কয়েক জন যুবক।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ শহরের জয়পুর মাঠপাড়া এলাকায়। অভিযোগ, স্থানীয় জয়পুর ঘোষপাড়া-পালপাড়া এলাকার এক দল মদ্যপ যুবক লাঠি, বাঁশ, রড নিয়ে মাঠপাড়া এলাকার ‘প্রভাতী সঙ্ঘ’ ক্লাবে দফায় দফায় হামলা চালায়। মারধর করে। ক্লাবের চেয়ার, টেবিল, বাইক, সাইকেল ভাঙচুর করা হয়।
বনগাঁ থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, হামলায় এক মহিলা-সহ পাঁচ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে যাদব পাল ও শ্রীকান্ত দাস নামে দু’জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।