Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Blast

gas cylinder explosion: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দেগঙ্গায়, উড়ে গেল তিনটি বাড়ির চাল

আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তড়িঘড়ি সেখান থেকে ছুটে পালিয়ে যান।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দেগঙ্গা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৭:১৪
Share: Save:

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেগঙ্গার হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকরা বাসাবাটি এলাকায় তিনটি বাড়ি চাল উড়ে গেল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পেশায় ফুচকা ব্যবসায়ী হাফিজুল ইসলাম গ্যাস ওভেন জ্বালিয়ে ফুচকা তৈরির করছিলেন। সেই সময় আচমকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়।

আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তড়িঘড়ি সেখান থেকে ছুটে পালিয়ে যান। ঘরের মধ্যে ছিলেন তাঁর স্ত্রী, ভাইয়েরা এবং বৃদ্ধ বাবা-মা। তাঁরা পালানোর সময় গুরুতর আহত হন। মুহূর্তের মধ্যে ওই তিনটে পরিবারের তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। হাফিজুল ইসলামের তিনটি বাড়ির টালির ছাউনি একেবারে উড়ে গিয়েছে।

ঘটনাস্থলে যান দেগঙ্গা থানার পুলিশ, বিডিও এবং দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্যরা। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blast Gas Cylinder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE