Advertisement
১৫ অক্টোবর ২০২৪
World Environment Day

প্লাস্টিক দূষণকে হারিয়ে দিন, বিশ্ব পরিবেশ দিবসে বার্তা হৃদয়পুরের অরিন্দমের

প্লাস্টিক দূষণকে হারিয়ে দিতে দীর্ঘ দিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছেন উত্তর ২৪ পরগনার বারাসতের হৃদয়পুরের বাসিন্দা অরিন্দম দে। পেশায় শিক্ষক অরিন্দম সেই বার্তা দিলেন বিশ্ব পরিবেশ দিবসেও।

World Environment day observed at Hridaypur of North 24 Parganas

বিশ্ব পরিবেশ দিবসে বার্তা অরিন্দম দের। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বারাসত শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৮:১৬
Share: Save:

প্লাস্টিক দূষণকে হারিয়ে দিতে দীর্ঘ দিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছেন উত্তর ২৪ পরগনার বারাসতের হৃদয়পুরের বাসিন্দা অরিন্দম দে। পেশায় শিক্ষক অরিন্দম সেই বার্তা দিলেন বিশ্ব পরিবেশ দিবসেও। সেই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল একটি জনসচেতনতামূলক কর্মসূচিরও। উদ্যোক্তা হৃদয়পুর এফসি বেঙ্গল ফুটবল কোচিং সেন্টার।

৫ জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। পড়ুয়াদের মধ্যে এই সচেতনতার বার্তা দিতেই ওই দিন একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছিল ওই ফুটবল প্রশিক্ষণ সংস্থাটি। সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তথা বারাসতের বিজ্ঞান এবং পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ অরিন্দম। এ বছর পরিবেশ দিবসে অরিন্দমের ভাবনা প্লাস্টিক দূষণকে হারিয়ে দেওয়া। পচনশীল নয় এমন প্লাস্টিকের প্যাকেট, পাউচ বা ওই ধরনের মোড়ক জলের বোতলের মধ্যে ঢুকিয়ে রাখার পরামর্শ দেন অরিন্দম। তাঁর মতে, এর ফলে মাটি প্লাস্টিক দূষণের কবল থেকে রক্ষা পাবে।

পচনশীল আবর্জনা থেকে জৈবসার তৈরির পরামর্শও দিয়েছেন তিনি। সেই সার বাড়ির বাগানে ব্যবহারের কথা জানান তিনি।

অন্য বিষয়গুলি:

World Environment Day Environment Plastic pollution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE