Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগে চলল গুলি, নিহত সিপিএম কর্মী

ক’দিনের টানা বৃষ্টিতে গ্রামে জল দাঁড়িয়ে গিয়েছে। ত্রাণের ত্রিপল চাইতে তৃণমূল নেতার বাড়িতে গিয়েছিলেন গ্রামের কিছু লোকজন। ত্রিপল মেলেনি। বরং গুলিতে প্রাণ গিয়েছে এক সিপিএম কর্মীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মিনাখাঁর ধুতুরদহ পঞ্চায়েতের দক্ষিণ বারগা গ্রামে।

নিজস্ব সংবাদদাতা
মিনাখাঁ শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ২১:০৯
Share: Save:

ক’দিনের টানা বৃষ্টিতে গ্রামে জল দাঁড়িয়ে গিয়েছে। ত্রাণের ত্রিপল চাইতে তৃণমূল নেতার বাড়িতে গিয়েছিলেন গ্রামের কিছু লোকজন। ত্রিপল মেলেনি। বরং গুলিতে প্রাণ গিয়েছে এক সিপিএম কর্মীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মিনাখাঁর ধুতুরদহ পঞ্চায়েতের দক্ষিণ বারগা গ্রামে।

তবে শুধুমাত্র ত্রাণের দাবিতেই গোলমালের সূত্রপাত কি না, তা নিয়ে সংশয় দানা বেধেছে। মূল অভিযুক্ত তৃণমূল নেতা মনসুর মোল্লার বিরুদ্ধে সিপিএমের পুরনো রাগ আছে বলে জানতে পেরেছে পুলিশ। এ দিনের ঘটনার সঙ্গে পুরনো শত্রুতার সম্পর্ক আছে বলে মনে করছে তারা। দুই দুষ্কৃতী দলের গোলমালের জেরেই এই কাণ্ড ঘটে থাকতে পারে। তৃণমূলের দাবি, ত্রাণের দাবিকে সামনে রেখে তৃণমূল নেতার বাড়িতে চড়াও হয় সিপিএম। গুলি চালিয়েছে তারাই। নিজেদের গুলিতেই প্রাণ গিয়েছে সিপিএম কর্মীর।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম আবুবক্কর কয়াল (৩৫)। তাঁকে খুনের অভিযোগে মনসুর-সহ পাঁচ জনকে ধরে মারধর করে সিপিএমের লোকজন। পরে পুলিশ গিয়ে সকলকে উদ্ধার করে আটক করেছে। বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দু’পক্ষের মধ্যে মারপিট বেধেছিল। গুলি চলে। ধৃতদের জেরা করা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।’’ গ্রামে উত্তেজনা থাকায় র‌্যাফের টহল চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE