Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দুষ্কৃতীদের গুলিতে জখম কিশোর

দুষ্কৃতীদের গোলাগুলির মধ্যে পড়ে জখম হল এক কিশোর। সন্দেশখালির খুলনার বাসিন্দা শীতলিয়া হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের নাম দীপ মণ্ডল। সোমবার রাতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিত্‌সক পীযূষকান্তি মণ্ডল বলেন, “ছেলেটির বাঁ হাতের এক দিক থেকে গুলি ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। তাকে চিকিত্‌সার পরে শহরের হাসপাতালে পাঠানো হয়েছে।”

নিজস্ব সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩০
Share: Save:

দুষ্কৃতীদের গোলাগুলির মধ্যে পড়ে জখম হল এক কিশোর। সন্দেশখালির খুলনার বাসিন্দা শীতলিয়া হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের নাম দীপ মণ্ডল। সোমবার রাতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিত্‌সক পীযূষকান্তি মণ্ডল বলেন, “ছেলেটির বাঁ হাতের এক দিক থেকে গুলি ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। তাকে চিকিত্‌সার পরে শহরের হাসপাতালে পাঠানো হয়েছে।”

অভিযুক্তেরা শাসক দলের ঘনিষ্ঠ বলে স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করায় এই ঘটনায় রাজনৈতিক রঙ লেগেছে। সন্দেশখালির বিধায়ক তথা সিপিএম নেতা নিরাপদ সর্দার বলেন, “অসামাজিক কাজকর্ম নিয়ন্ত্রণ করা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ লেগে আছে। তারই মাসুল গুনতে হচ্ছে ওই ছাত্রকে।” এই অভিযোগ মিথ্যা বলে দাবি করে বসিরহাটের সাংসদ তথা তৃণমূল নেতা ইদ্রিশ আলি বলেন, “সিপিএম নোংরা রাজনীতি করছে। যারা গোলাগুলি ছুড়ছে তাদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার দখলকে কেন্দ্র করে কেদার সর্দার এবং বিপুল মণ্ডল গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিন ধরে গণ্ডগোল চলছে। ঘটনার দিন সন্ধে রাত সাড়ে ৯টা নাগাদ এক গোষ্ঠীর লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে অন্য গোষ্ঠীর বাড়িতে হামলা চালায়। অভিযোগ, বিপদ বুঝে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালায় বিপুল। তাকে না পেয়ে কেদার গোষ্ঠীর লোকজন গুলি-বোমা ছোড়ে। গ্রামের মানুষ বেরিয়ে এলে ভয় দেখাতে গুলি ছুড়তে ছুড়তে মোটর বাইক নিয়ে পালায় দুষ্কৃতীরা। সে সময়ে গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফিরছিল দীপ। একটি গুলি এসে লাগে তার হাতে।

কেদার বা বিপুল অবশ্য এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগসূত্র নেই বলেই দাবি করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sandeshkhali criminal shot southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE