Advertisement
২০ এপ্রিল ২০২৪

মানসিক ভারসাম্যহীনকে বাড়ি ফিরিয়ে দিল পুলিশ

পুলিশের উদ্যোগে বাড়ি ফিরলেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। দেগঙ্গা থানার পুলিশ জানায়, কল্পনা মণ্ডল নামে ওই মহিলার বাড়ি বসিরহাটের মৈত্রবাগানে। রবিবার রাতে দেগঙ্গার বেড়াচাঁপা মোড়ের কাছে ডিউটিরত পুলিশ অফিসার সুনীল বিশ্বাস এবং বিশ্বনাথ সেনের চোখে পড়ে, এক মহিলা উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছেন।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৪ ০১:৩৪
Share: Save:

পুলিশের উদ্যোগে বাড়ি ফিরলেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা।

দেগঙ্গা থানার পুলিশ জানায়, কল্পনা মণ্ডল নামে ওই মহিলার বাড়ি বসিরহাটের মৈত্রবাগানে। রবিবার রাতে দেগঙ্গার বেড়াচাঁপা মোড়ের কাছে ডিউটিরত পুলিশ অফিসার সুনীল বিশ্বাস এবং বিশ্বনাথ সেনের চোখে পড়ে, এক মহিলা উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছেন। মহিলা নিজের নাম-পরিচয়-ঠিকানা কিছুই জানাতে পারেননি। রীতিমতো সমস্যায় পড়ে যায় পুলিশ। শীতের রাতে একা মহিলাকে এই অবস্থায় ছেড়ে না দিয়ে মহিলা পুলিশের সহায়তায় তাঁকে নিয়ে যাওয়া হয় থানায়।

বহু চেষ্টার পরে মহিলা আমতা আমতা করে জানান, বসিরহাট থানার পাশ থেকে গাড়িতে উঠেছিলেন। এই কথাটুকুর ভিত্তিতেই দেগঙ্গার পুলিশ সোমবার সকালে ওই মহিলাকে নিয়ে বসিরহাট থানায় আসে। দুই থানার পুলিশ যৌথ উদ্যোগে বসিরহাটের বিভিন্ন এলাকায় খোঁজখবর করা হয়। সন্ধের দিকে জানা যায়, ভবাণীপুরের মৈত্রবাগান এলাকায় বাড়ি পরিতোষ মণ্ডলের স্ত্রীর খোঁজ মিলছে না।

পুলিশের কাছ থেকে খবর পেয়ে কল্পনাদেবীর ছেলে শঙ্কর থানায় এসে মাকে শনাক্ত করেন। তিনি পুলিশকে জানান, মা মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যেই এ দিক ও দিক চলে যান। রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশের কাছে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি শঙ্কর। অন্য দিকে, বিশ্বনাথবাবু বলেন, “ছেলের হাতে মাকে তুলে দিতে পেরে তবেই আমরা নিশ্চিন্ত হই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE