Advertisement
২০ এপ্রিল ২০২৪

প্রতারণায় ৩ লগ্নিকর্তা গ্রেফতার

সল্টলেকে সিবিআইয়ের দফতরে ডাক পড়েছিল তিন লগ্নিকর্তার। প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার নদিয়া জেলার একটি বেসরকারি অর্থ লগ্নি সংস্থার ওই তিন কর্তাকে সেখানেই গ্রেফতার করেছে সিবিআইয়ের ‘ইকনমিক অফেন্স উইং’ বা অর্থনৈতিক অপরাধ দমন শাখা। ধৃতদের নাম মনোজকুমার সাহা, পিন্টু সেন ও অধীশ হালদার। ধৃতদের এ দিনই বিধাননগর এসিজেএম আদালতে তোলা হয়। তিন জনকেই ত্রিপুরার আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০৩:০৩
Share: Save:

সল্টলেকে সিবিআইয়ের দফতরে ডাক পড়েছিল তিন লগ্নিকর্তার। প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার নদিয়া জেলার একটি বেসরকারি অর্থ লগ্নি সংস্থার ওই তিন কর্তাকে সেখানেই গ্রেফতার করেছে সিবিআইয়ের ‘ইকনমিক অফেন্স উইং’ বা অর্থনৈতিক অপরাধ দমন শাখা। ধৃতদের নাম মনোজকুমার সাহা, পিন্টু সেন ও অধীশ হালদার। ধৃতদের এ দিনই বিধাননগর এসিজেএম আদালতে তোলা হয়। তিন জনকেই ত্রিপুরার আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিবিআই সূত্রের খবর, ত্রিপুরায় ওই সংস্থার মূল দফতর। সেখানে নিয়ম বহির্ভূত ভাবে বাজার থেকে কয়েক কোটি টাকার আমানত সংগ্রহ করেছিল তারা। ত্রিপুরার আরকেপুর থানায় ওই সংস্থা এবং তার কর্তাদের বিরুদ্ধে কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই ঘটনার তদন্তে নামে সিবিআইয়ের ইকনমিক অফেন্স উইং। বুধবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের আঞ্চলিক দফতরে হাজির হন তিন অভিযুক্ত। জিজ্ঞাসাবাদের জবাবে তাঁরা যা বলেন, তাতে অসঙ্গতি দেখা দেয়। রাতভর জিজ্ঞাসাবাদের পরে এ দিন তিন জনকে গ্রেফতার করে সিবিআই।

আদালত সূত্রের খবর, ১২ তারিখের মধ্যে ত্রিপুরার জেএম আদালতে ধৃতদের হাজির করানো হবে। জানুয়ারিতে ওই সংস্থার বিরুদ্ধে নির্দেশ জারি করে সেবি জানিয়েছিল, কোনও আমানত সংগ্রহ করা বা সম্পত্তি বেচাকেনা, কোনও কাজই করতে পারবে না ওই লগ্নি সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chit fund saltlake nadia CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE