করোনা আক্রান্তের হৃদ্যন্ত্রে বসল পেসমেকার। এমনই কেরামতি দেখালেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। সফল হয়েছে অস্ত্রোপচার। দেরি হলে রোগীর প্রাণ সংশয় হতে পারত বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।
পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার শিবপুরের বাসিন্দা আসু বিবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গত শনিবার। তাঁর কোভিডের উপসর্গ ছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভর্তি পর থেকে ঘনঘন জ্ঞান হারাতে থাকেন বছর পঞ্চাশের ওই মহিলা। মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে বুঝতে পারেন তাঁর হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখে বুঝতে পারেন তাঁর হৃদ্যন্ত্রে দ্রুত পেসমেকার বসাতে হবে। কিন্তু করোনা আক্রান্তের শরীরে কী ভাবে অস্ত্রোপচার কার হবে তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়।