মুর্শিদাবাদে বন্যা ঠেকাতে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী উমা ভারতী, রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র এবং জেলাশাসক ওয়াই রত্নাকর রাওকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, ইতিমধ্যেই প্রবল বর্ষণে মুর্শিদাবাদের মানুষ বিপন্ন। তার উপর ফরাক্কা ও ম্যাসাঞ্জোর বাঁধ থেকে ভাগীরথী নদীতে অনিয়ন্ত্রিত জল ছাড়া শুরু হয়েছে। এর ফলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যসচিব এবং জেলাশাসকের কাছে অধীরের আর্জি, ফরাক্কা এবং ম্যাসাঞ্জোর বাঁধ থেকে জল ছাড়া নিয়ন্ত্রণ করতে তাঁরা যেন হস্তক্ষেপ করেন।