Advertisement
২০ এপ্রিল ২০২৪
West Bengal SSC Scam

SSC: ব্রেন টিউমার অস্ত্রোপচার, মঞ্চে ফিরতে চান কর্মপ্রার্থী

আন্দোলনকারী মোয়াজ্জেম হোসেন, প্রকাশ ঘোষেরা জানিয়েছেন, নভেম্বরে অস্ত্রোপচারের আগে অনুপ প্রায়ই বিক্ষোভ মঞ্চে আসছিলেন।

বিক্ষোভ-মঞ্চে চাকরিপ্রার্থীরা।

বিক্ষোভ-মঞ্চে চাকরিপ্রার্থীরা। ফাইল চিত্র।

আর্যভট্ট খান
শেষ আপডেট: ৩০ মে ২০২২ ০৬:৩০
Share: Save:

তাঁর গালে কেউ হাত ছোঁয়ালেই তাঁর মনে হত, কেউ যেন কারেন্ট মারছে! এই সমস্যা ধীরে ধীরে বাড়তে বাড়তে অবস্থা এমন দাঁড়ায় যে, গালে জল লাগাতেও পারছিলেন না তিনি। স্থানীয় চিকিৎসকেরা তাঁকে কোনও নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে যেতে বলেছিলেন।

নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এসএসসির মেধা-তালিকার অন্তর্ভুক্ত প্রার্থী নদিয়ার বেথুয়াডহরির বাসিন্দা অনুপকুমার ঘোষ, কলকাতায় এসে ধর্মতলায় বিক্ষোভ-মঞ্চে বসা আর রাতের বাস ধরে বাড়ি চলে যাওয়া, এই রুটিনে আটকে ছিলেন। শারীরিক সমস্যা বাড়তে থাকায় কলকাতার চিকিৎসকের কাছে যান। এমআরআই করায় ধরা পড়েছে ব্রেন টিউমার।

স্কুলশিক্ষিকার পদপ্রার্থী, ক্যানসার-আক্রান্ত সোমা দাস বলেছিলেন, শুধু তিনি একা নন, তাঁর মতো অনেক চাকরিপ্রার্থীই নানা অসুবিধার মধ্যে রয়েছেন। তাঁদের প্রত্যেকেরই দ্রুত চাকরি দরকার। অনুপ বলেন, ‘‘গত নভেম্বরে বেঙ্গালুরুতে আমার ব্রেন টিউমার অপারেশন হয়েছে। তার খরচ জোগাতেই জমানো টাকা প্রায় শেষ। এখন আবার ওষুধের বিপুল খরচ। ভৌতবিজ্ঞানে সংরক্ষিত ক্যাটেগরির মেধা-তালিকায় আমার র‌্যাঙ্ক ৩৪৯। চাকরি না-জোটায় প্রাইভেট টিউশন করি। চাকরিটা খুব দরকার।’’

চিকিৎসকদের বক্তব্য উদ্ধৃত করে অনুপের স্ত্রী মুনমুন বলেন, ‘‘টিউমার হয়েছিল কান আর চোখের মধ্যে কোনও একটি স্নায়ুতে। অস্ত্রোপচার হলেও পুরোপুরি সমস্যা কাটেনি। ওষুধ চলছে। টিউশন করে আর কতই বা উপার্জন হয়! চাকরির প্রতীক্ষায় বয়সটাও তো ৪২ হয়ে গেল।’’

আন্দোলনকারী মোয়াজ্জেম হোসেন, প্রকাশ ঘোষেরা জানিয়েছেন, নভেম্বরে অস্ত্রোপচারের আগে অনুপ প্রায়ই বিক্ষোভ মঞ্চে আসছিলেন। ধর্মতলার আগে তাঁরা সল্টলেকের করুণাময়ীতে যখন বিক্ষোভ দেখাতেন, তখনও সেখানে যেতেন অনুপ। মোয়াজ্জেম বলেন, ‘‘ওঁর শারীরিক সমস্যার কথাটা জানতাম। কিন্তু সেটা যে এত গুরুতর, তা জানতাম না। অপারেশনের পরেও আন্দোলন মঞ্চে আসতে চেয়েছেন। কিন্তু এখন চিকিৎসক বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন বলে ওঁকে আসতে বারণ করেছি। তবু আগামী সপ্তাহে ধর্মতলার মঞ্চে আসবেন বলেছেন।’’

অনুপ বলছেন, “বাড়িতে বিশ্রামে থাকলেও মনটা তো বিক্ষোভ-মঞ্চেই পড়ে থাকে। মঞ্চের বন্ধুদের ফোন করে জানতে চাই, আর কত দিন অপেক্ষা করতে হবে? ওষুধের খরচ তো দিন দিন বেড়েই চলেছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE