দমকল বিভাগের কর্মী নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি শম্পা পাল দত্তের ডিভিশন বেঞ্চ আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ফলে আগামী সাত দিন এই নিয়োগ সংক্রান্ত কাজ করতে পারবে না দমকল। সোমবার মামলাটির ফের শুনানি রয়েছে।
মামলাকারীদের আইনজীবী সুবীর স্যানাল জানান, এই নিয়োগে একাধিক অনিয়ম হয়েছে। এক, অসংরক্ষিত (জেনারেল) প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য সংরক্ষণের তালিকায় নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। দুই, কয়েকটি প্রশ্নে ভুল ছিল যা নিয়ে সমস্যা দেখা দেয়। তার সমাধান না করেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিন, অনেক প্রার্থী একই নম্বর পেয়েছেন। সে ক্ষেত্রে নিজেদের পছন্দের প্রার্থীকে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর দিয়ে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ মানতে চায়নি রাজ্য।