Advertisement
২৬ এপ্রিল ২০২৪
mukul roy

বিজেপি-কে ‘জঞ্জাল’ মুক্ত করুন, মুকুল-প্রস্থানের দিনে শুভেন্দুর কাছে আর্জি বৈশালীর

যাঁর হাত ধরে চার্টার্ড বিমানে চেপে বিজেপি-তে গিয়েছিলেন বৈশালী সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি দলের সমালোচনা করেছেন ফেসবুক, টুইটারে।

বৈশালীর আবেদন শুভেন্দুর কাছে।

বৈশালীর আবেদন শুভেন্দুর কাছে। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১৭:১০
Share: Save:

মুকুল রায় তৃণমূলে ফিরতে চলেছেন খবর পেয়েই ‘জঞ্জাল’ বলে আক্রমণ শানালেন বালিতে বিজেপি-র টিকিটে নির্বাচন লড়া বৈশালী ডালমিয়া। ফেসবুকে পোস্ট করে দলের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে বিজেপি-কে আবর্জনা মুক্ত করার আবেদন জানালেন।

যাঁর হাত ধরে চার্টার্ড বিমানে চেপে বিজেপি-তে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন বৈশালী সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি গেরুয়া শিবিরের সমালোচনা করেছেন ফেসবুক, টুইটারে। তার আগে থেকেই রাজীবের বিরুদ্ধে ঘনিষ্ঠমহলে সরব হন বৈশালী। তিনি এমনটাও বলেন যে, ‘‘আমি তো তবু হাজার পাঁচেক ভোটে হেরেছি। আর যিনি নিজেকে বড় নেতা মনে করেন তাঁর হারের ব্যবধান ৪০ হাজারের বেশি।’’ বালি-সহ হাওড়া জেলার সব আসনে বিজেপি-র ভরাডুবির জন্যও রাজীবকে দায়ী করেন বৈশালী। রাজ্য বিজেপি-র একাংশের মতে মুকুল রায়ের তৃণমূলে ফেরার দিনে বৈশালীর এই বক্তব্য আসলে ডোমজুড়ের প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীবের বিরুদ্ধে। তিনি বলতে চেয়েছেন, তৃণমূলে যোগ দেওয়ার আগেই যাঁরা চলে যেতে পারেন, তাঁদের বহিষ্কার করুক বিজেপি। তবে বিজেপি এমন কোনও পদক্ষেপ করবে কিনা তা এখনও পর্যন্ত ঠিক হয়নি।

তবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বদলে শুভেন্দুকে কেন অনুরোধ করেছেন বৈশালী,তা নিয়েও প্রশ্ন উঠেছে বিজেপি-তে। কেউ কেউ বলছেন, শুভেন্দুর মাধ্যমেই বিজেপি-তে যোগাযোগ হয়েছিল রাজীব, বৈশালীদের। শুভেন্দু শিবিরের প্রতিনিধি হওয়ার কারণেই দিলীপকে এড়িয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP mukul roy Suvendu Adhikari Baishali Dalmiya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE