মোবাইলে তোলা অশালীন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার রাতে বর্ধমানের সালানপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযুক্ত যুবক পলাতক। সোমবার সকালে তার বাড়ি ভাঙচুর করে এলাকার কিছু লোকজন। অভিযুক্তের পরিবারের অবশ্য দাবি, এই অভিযোগ মিথ্যা।
সালানপুরের সংগ্রামগড় এলাকার বছর ত্রিশের ওই মহিলা জানান, তিনি আশপাশের খাদান থেকে কয়লা কুড়োনোর কাজ করেন। পুলিশের কাছে তিনি অভিযোগ করেন, বছর দুয়েক আগে এক দিন কয়লা কুড়োনোর সময়ে স্থানীয় যুবক কালীচরণ বাউরি তাঁর উপরে চড়াও হয়। ধর্ষণের পাশাপাশি মোবাইলে কিছু আপত্তিকর ছবিও তুলে রাখে সে। তার পর থেকে ওই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বেশ কয়েক বার তাঁকে ধর্ষণ করে কালীচরণ। মহিলা অভিযোগ করেন, রবিবার সকালে মোহনপুর কোলিয়ারি লাগোয় ফাঁকা রাস্তায় তাঁকে একা পেয়ে ফের ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। তিনি চিৎকার করলে সে পালায়।
মহিলার চিৎকার শুনে জড়ো হন আশপাশের লোকজন। ঘটনার কথা শুনে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়। স্থানীয় বাসিন্দা তথা পঞ্চায়েত সমিতির সদস্য তপন চন্দ জানান, সে দিন সন্ধ্যায় এলাকার লোকজন এই ঘটনা নিয়ে কথা বলতে অভিযুক্তের বাড়ি যান। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার পরেই ওই মহিলাকে নিয়ে থানায় যান গ্রামবাসীরা। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরেই মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। আদালতে অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।