Advertisement
১৭ এপ্রিল ২০২৪

লগ্নি সংস্থার নামে প্রতারণার নালিশ

বেসরকারি অর্থলগ্নি সংস্থার কার্যালয়ে বছরখানেক ধরে চক্কর কাটছেন এক বৃদ্ধা। নাওয়া-খাওয়া ভুলে কখনও একা, কখনও ছেলেকে নিয়ে আর্জি রাখছেন স্থায়ী আমানতের টাকা ফেরত দেওয়ার জন্যে।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০০:৩৭
Share: Save:

বেসরকারি অর্থলগ্নি সংস্থার কার্যালয়ে বছরখানেক ধরে চক্কর কাটছেন এক বৃদ্ধা। নাওয়া-খাওয়া ভুলে কখনও একা, কখনও ছেলেকে নিয়ে আর্জি রাখছেন স্থায়ী আমানতের টাকা ফেরত দেওয়ার জন্যে। তাতেও কাজ না হওয়ায় সোমবার কাটোয়ার মহকুমাশাসকের দ্বারস্থ হন শুয়াগাছির ওই বৃদ্ধা।

বছর ষাটেকের ওই বৃদ্ধার অভিযোগ, মেয়ার পূর্ণ হওয়ার পরেও অর্থলগ্নি সংস্থা প্রাপ্য টাকা ফেরত দিচ্ছে না। ২০১২ সালের অগস্টে বেসরকারি লগ্নি সংস্থার কাটোয়া শাখায় ৩৬ মাসের স্কিমে দু’ধাপে তিন লক্ষ এবং পরে আরও দু’লক্ষ টাকা এমআইএস করেন তিনি। বৃদ্ধার দাবি, ওই মেয়াদ পূর্ণ হওয়া ইস্তক টাকা ফেরতের আর্জি রেখে আসছেন। কিন্তু, কাজ হয়নি। তাঁর অভিযোগ, ‘‘প্রথম ৩৪ মাস সুদ পেয়েছিলাম। তারপর থেকে সেটাও বন্ধ। টাকাও ফেরত পাচ্ছি না। উপরন্তু মেয়াদের সময়সীমা আরও দু’বছর বাড়াতে চাপ দেওয়া হচ্ছে।’’ তবে শুধু ওই বৃদ্ধা নন, বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে আরও অনেকের। টাকা না পেয়ে আতান্তরে এঁদের সকলেই।

এ দিন ওই লগ্নি সংস্থার অফিসে গিয়ে দেখা গেল, অফিস খোলা। ম্যানেজার নেই। তবে রয়েছেন ছ’জন কর্মী। মেয়াদ শেষের পরেও টাকা না দেওয়ার অভিযোগ মানতে চাননি ওই কর্মীরা। তাঁদের কথায়, ‘‘সংস্থার নিয়ম অনুযায়ী ম্যাচিওরিটির সময়সীমা আরও দু’বছর বাড়ানো হয়েছে বলেই জানি।’’ আমানতকারীদের অভিযোগের কথা মেনেছেন মহকুমাশাসক খুরশিদ কাদরি। তাঁর আশ্বাস, ‘‘তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

investment Allegation invesment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE