একই সঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। জন্মের পর ওই তিন সন্তানই অসুস্থ হয়ে পড়ে। বর্ধমানের একটি শিশু হাসপাতালে তিন কন্যার লাগাতার চিকিৎসার শেষে করা হয়। বৃহস্পতিবার তিন কন্যা সন্তানকে সুস্থ অবস্থায় নিয়ে বাড়ি ফিরলেন প্রসূতি।
ওই হাসপাতালটির চিকিৎসক আশরাফুল মির্জার কথায়, ‘‘গত ১৫ মে এক দম্পতি আমার কাছে আসেন। তাঁরা যে চিকিৎসককে দেখাচ্ছিলেন তিনি আচমকা বাইরে চলে যাওয়া ওই দম্পতি আশঙ্কায় ছিলেন। বুধবার রাত ১০টার পর একে একে ওই মহিলার তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। এই ধরনের শিশুদের ট্রিপলেটস বলা হয়। প্রতি ১০ হাজার জনের মধ্যে এমন একটি ঘটনা ঘটে। একই সঙ্গে তিনটি কন্য সন্তানের জন্মও কিছুটা বিরল ঘটনা।’’ ওই চিকিৎসক আরও বলেন, ‘‘তিন শিশুরই ওজন কম ছিল। তারা জন্ডিসেও আক্রান্ত হয়। সে জন্য দ্রুত সব ব্যবস্থা নেওয়া হয়। শিশুদের অবস্থার দ্রুত উন্নতি হয়েছে। এখন তাদের আর কোনও সমস্যা নেই। আজ মা তাঁর সন্তানদের নিয়ে সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরেছেন।’’
তিন সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে খুশি মা চেতনা মুখোপাধ্যায়। খুশির ঝিলিক বাবা সুপ্রিয় হাজরার মুখেও। চেতনা এবং সুপ্রিয় বর্ধমান শহরের পীরপুকুর এলাকার বাসিন্দা। সুপ্রিয় পেশায় ব্যবসায়ী। মেমারি কলেজের সংস্কৃতের অধ্যাপিকা চেতনা। তাঁর কথায় ‘‘আমরা খুব খুশি। মেয়ে হোক এমনটাই আমরা চেয়েছিলেন। ওদের পেয়ে বাড়ির সকলেও খুব খুশি।’’ আর সুপ্রিয় বলছেন, ‘‘তিন মেয়ে যে ভাবে অসুস্থ ছিল তাতে আমরা আশঙ্কায় ছিলাম। মফস্সলে যে এ ভাবে চিকিৎসা সম্ভব হবে তা ভাবতে পারিনি। প্রথমে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। এখন ভাল লাগছে।’’