Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Babul Supriyo

‘নিজের মন্ত্রীর নিরাপত্তা নেই, জনগণকে রক্ষা করবেন কী ভাবে?’ নিমতিতা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বাবুলের

বনভোজনে বাবুল।

বনভোজনে বাবুল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩৯
Share: Save:

কৃষি বিলের সমর্থনে বৃহস্পতিবার দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে মুষ্টি ভিক্ষার মাধ্যমে কৃষক ও তাঁদের পরিবারকে নিয়ে বনভোজনে অংশগ্রহণ করলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পাণ্ডবেশ্বরের গৌরবাজারে কৃষক পরিবারদের সঙ্গে বনভোজনে অংশ নেন তিনি। বাবুল বনভোজনে গিয়ে বলেন, “খেলা হবে খেলা হবে, স্লোগান দিয়ে তৃণমূল সেম সাইড গোল করে ফেলছে। আমরা কৃষক, সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলায় ক্ষমতায় আসব।”

মুর্শিদাবাদে নিমতিতা স্টেশনে বিস্ফোরণ প্রসঙ্গে বাবুল বলেন, “এর দায় রেলের ঘাড়ে চাপিয়ে লাভ নেই। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো করে ব্যাখ্যা দিলেও এখন আর সে কথা কেউ শুনবে না। আর রাজ্যের পুলিশ যে পুরোপুরি ব্যর্থ এই ঘটনা তারই প্রমাণ। নিজের মন্ত্রীদের যাঁরা রক্ষা করতে পারেন না তাঁরা জনগণকে কী ভাবে রক্ষা করবেন?”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Babul Supriyo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE