Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আইটিআই-এর পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষোভ

আইটিআই-এর প্রবেশিকা পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষোভ-বিক্ষোভ হল আসানসোল-দুর্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে। রবিবার জেলার নানা প্রান্ত থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছে পরীক্ষা বাতিলের খবর জানার পরে ক্ষোভে ফেটে পড়েন। আগামী ৫ জুলাই ফের পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।

পরীক্ষা বাতিল হওয়ার পরে বাসের ছাদে চড়ে বাড়ির পথে এক দল পরীক্ষার্থী। দুর্গাপুরে তোলা নিজস্ব চিত্র।

পরীক্ষা বাতিল হওয়ার পরে বাসের ছাদে চড়ে বাড়ির পথে এক দল পরীক্ষার্থী। দুর্গাপুরে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:২৬
Share: Save:

আইটিআই-এর প্রবেশিকা পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষোভ-বিক্ষোভ হল আসানসোল-দুর্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে। রবিবার জেলার নানা প্রান্ত থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছে পরীক্ষা বাতিলের খবর জানার পরে ক্ষোভে ফেটে পড়েন। আগামী ৫ জুলাই ফের পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।

এই প্রবেশিকা পরীক্ষাটি নেয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং। দুর্গাপুরে গোটা দশেক পরীক্ষাকেন্দ্রে প্রায় পনেরো হাজার পরীক্ষার্থী পরীক্ষার জন্য এসেছিলেন। এ দিন দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। মাধ্যমিক উত্তীর্ণ ও অনুত্তীর্ণদের জন্য দু’ধরনের পরীক্ষাই হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা পরীক্ষা বাতিল হওয়ার খবর চাউর হতেই পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

দুর্গাপুরের মুচিপাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশিসকুমার মণ্ডল বলেন, ‘‘সংস্থার সচিব একটি নির্দেশে জানিয়েছেন, পরীক্ষা পিছিয়ে গিয়েছে। আগামী ৫ জুলাই একই কেন্দ্রে একই সময়ে পরীক্ষা নেওয়া হবে।’’ তবে কেন এই পরীক্ষা বাতিল করা হল, নির্দেশে তা জানানো হয়নি বলে আশিসবাবু জানান। আসানসোলে ডিএভি স্কুল, ধাদকা পলিটেকনিক কলেজ ও রূপনারায়ণপুর নজরুল পলিটেকনিক কলেজে পরীক্ষা হওয়ার কথা ছিল। কেন্দ্রে পৌঁছে পরীক্ষা বাতিলের নোটিস দেখে এই সব জায়গাতেও ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। তবে গণ্ডগোলের আশঙ্কায় আগে থেকে পুলিশ মোতায়েন রাখা হয়েছিল। কোথাও কোনও বড় গোলমাল বাধেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

নিতুড়িয়া ও সাঁতুড়ির বহু পরীক্ষার্থী রঘুনাথপুরে পরীক্ষা দিতে গিয়ে ফিরে আসতে বাধ্য হওয়ায় বেশ ক্ষুব্ধ। নিতুড়িয়ার বুবাই বন্দ্যোপাধ্যায়, বাবুন বলদের অভিযোগ, ‘‘কারিগরি শিক্ষা দফতরের অপদার্থতার জন্যই আমাদের এতটা হয়রানির মধ্যে পড়তে হল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE