Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দলের মঞ্চে ফিরলেন কাঁকসার সিপিএম প্রার্থী

কয়েক দিন আগে তৃণমূলের পতাকা হাতে তৃণমূল প্রার্থীর প্রচারে দেখা গিয়েছিল তাঁকে। কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের সেই সিপিএম প্রার্থী ছবি ওরাংকে সোমবার আবার দেখা গেল দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মঞ্চে। তিনি অভিযোগ করলেন, ‘‘জোর করে তৃণমূলের ছেলেরা তুলে নিয়ে গিয়ে আমাকে ঝান্ডা ধরিয়ে ওদের মিছিলে সামিল করেছিল।’’

পানাগড়ের সভায় সূর্যকান্ত মিশ্রের সঙ্গে ছবিদেবী। নিজস্ব চিত্র

পানাগড়ের সভায় সূর্যকান্ত মিশ্রের সঙ্গে ছবিদেবী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৮ মে ২০১৮ ১১:০৭
Share: Save:

কয়েক দিন আগে তৃণমূলের পতাকা হাতে তৃণমূল প্রার্থীর প্রচারে দেখা গিয়েছিল তাঁকে। কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের সেই সিপিএম প্রার্থী ছবি ওরাংকে সোমবার আবার দেখা গেল দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মঞ্চে। তিনি অভিযোগ করলেন, ‘‘জোর করে তৃণমূলের ছেলেরা তুলে নিয়ে গিয়ে আমাকে ঝান্ডা ধরিয়ে ওদের মিছিলে সামিল করেছিল।’’

হাজরাবেড়া গ্রাম থেকে সিপিএমের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন ছবিদেবী। ২৪ এপ্রিল সকালে তাঁকে তৃণমূলের পতাকা হাতে তৃণমূল প্রার্থী জরিনা খাতুনের প্রচারে দেখা যায়। সে দিন ছবিদেবী বলেছিলেন, ‘‘গ্রামে অনেক উন্নয়ন হয়েছে। কেউ ভয় দেখিয়ে আমায় আনেনি। নিজের ইচ্ছায় এসেছি।’’ সিপিএমের তরফে সে দিনই বিডিও-র কাছে লিখিত অভিযোগ করা হয়, দলীয় কার্যালয়ে আসার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তৃণমূলের প্রচারে সামিল করে। তার পর থেকে ছবিদেবীকে প্রকাশ্যে দেখা যায়নি।

সোমবার পানাগড়ে সভা করতে আসেন সূর্যকান্ত। সেখানে হাজির হন ছবিদেবী। সিপিএমের স্থানীয় নেতারা তাঁর সঙ্গে ছিলেন। ছবিদেবী জানান, তিনি সিপিএম প্রার্থী, দলের হয়েই ভোটে লড়তে চান। সূর্যকান্তবাবু তাঁকে বলেন, ‘‘আপনাদের মতো কর্মীই আমাদের শক্তি। আমরা গর্বিত।’’ ছবিদেবীর অভিযোগ, ‘‘মিছিলে জোর করে সামিল করিয়েছিল তৃণমূল। তার পর থেকে আর তেমন অশান্তিতে পড়তে হয়নি। তবে কানাঘুষো শুনছি, ভোটে লড়লে আমায় নাকি সামাজিক ভাবে বয়কট করা হবে। ছেলেকে কাজ দেওয়া হবে না। হুমকি দেওয়া হচ্ছে।’’

এ দিন সভায় আসবেন কি না তা নিয়ে সংশয়ে ছিলেন জানিয়ে ছবিদেবীর দাবি, ছেলে তাঁকে সাহস জুগিয়েছেন। তাঁর কথায়, ‘‘দলের নেতারা ফোন করে সভায় আসার জন্য বারবার ডেকেছেন। ছেলে বাইরে আছে। সে ফোনে ভয় না পেয়ে আসতে বলে। তার পরেই আর দেরি করিনি।’’ সিপিএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘তৃণমূলের হুমকি, ভয় অগ্রাহ্য করে ছবিদেবী যে ভাবে সভায় এসেছিলেন, তা প্রশংসার যোগ্য। কাঁকসায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরাল হল।’’ তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় অবশ্য পাল্টা দাবি করেন, ‘‘আর্থিক প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওঁকে।’’

পানাগড়ের সভায় সূর্যকান্ত এ দিন তৃণমূল এবং বিজেপি, দু’পক্ষের বিরুদ্ধেই সরব হন। তাঁর বক্তব্য, ‘‘তৃণমূল নেতাদের নিজেদের নিরাপত্তা নেই। আমরাই নিরাপত্তা দিতে পারি। পশ্চিম বর্ধমানে জেলা পরিষদ দখল করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘তৃণমূলকে সরাতে বিজেপি-র হাত ধরলে চলবে না।’’ এ দিন সন্ধ্যায় কাজোড়াতেও প্রচারসভা করেন তিনি।

তৃণমূল নেতা উত্তমবাবুর প্রতিক্রিয়া, ‘‘বাম আমলে বাংলায় ছিটেফোঁটা উন্নয়নও হয়নি। গত কয়েক বছরে উন্নয়ন দেখে ঈর্ষায় জ্বলছেন উনি। তাই এমন আলটপকা মন্তব্য করেছেন।’’ পানাগড়ের বিজেপি নেতা রমন শর্মা বলেন, ‘‘সিপিএমের কোনও অস্তিত্ব নেই। একমাত্র আমরাই তৃণমূলের সঙ্গে লড়াই করতে পারি। তাই এ সব কথার কোনও মূল্য নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE