Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Agnimitra Paul

Agnimitra Paul: ‘কথা রাখেননি অগ্নিমিত্রা’, নিজের বিধানসভা এলাকায় ঢুকে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

যদিও এই বিক্ষোভকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, তৃণমূলের লোকজন পরিকল্পনা করে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

অগ্নিমিত্রা পাল

অগ্নিমিত্রা পাল

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ১৬:২৩
Share: Save:

নিজেরই বিধানসভা এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রবিবার ওই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নামো জামডোবা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতেই যোগ দিতে গ্রামে গিয়েছিলেন অগ্নিমিত্রা। সেখানেই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। এই ঘটনায় অগ্নিমিত্রাকে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূলও। যদিও এই বিক্ষোভকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, সাধারণ মানুষেরা নন, তৃণমূলের লোকজন পরিকল্পনা করে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করিয়েছেন।

আসানসোল দক্ষিণের অন্তর্গত নামো জামডোবা গ্রাম আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে। ওই এলাকা মূলত আদিবাসী অধ্যুষিত। বিক্ষোভকারীদের বক্তব্য, গত বিধানসভা নির্বাচনের সময় গ্রামের বিদ্যুৎ নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন অগ্নিমিত্রা। কিন্তু বিদ্যুৎ আনার জন্য কোনও কাজ করেননি তিনি। এক বার দেখতেও আসেননি। শুধু তাই নয়, গ্রামের গরিব মানুষের জামাকাপড় দেওয়ার কথাও বলেছিলেন বিধায়ক। তা-ও নাকি দেওয়া হয়নি। তাই বিধায়ককে সামনে পেয়ে বিক্ষোভ দেখানো হয়েছে বলে দাবি গ্রামের বিক্ষোভকারীদের। মিঠুন মুর্মু নামে এক স্থানীয় বলেন, ‘‘ভোটে জেতার পর বিদ্যুৎ আনবেন বলেছিলেন অগ্নিমিত্রা। আজ (শুক্রবার) গ্রামে বিদ্যুৎ আসছে। কিন্তু এর জন্য কোনও কাজ করেননি তিনি। গ্রামের অবস্থা দেখতেও আসেননি। বিধায়ক গ্রামে এসে বলছেন, উনি বিদ্যুৎ নিয়ে এসেছেন। কিন্তু এই দাবি সম্পূর্ণ মিথ্যে।’’

গ্রামবাসীদের এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে বিক্ষোভ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, ‘‘এই বিক্ষোভকে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই না। আজকের গন্ডগোল আর কী বলব! সব তো তৃণমূলের লোক ছিল। আমি খুব খুশি যে আমার সময় গ্রামে বিদ্যুৎ ঢুকেছে। ধন্যবাদ আসানসোলের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের।’’

বিজেপি বিধায়ককে পাল্টা বিঁধে তৃণমূলের রানিগঞ্জের বিধায়ক তথা আসানসোলের দক্ষিণের প্রাক্তন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘‘আমি যখন বিধায়ক ছিলাম, তখনই লেগে থেকে বিদ্যুৎ আনার ব্যবস্থা করেছি। স্থানীয় কাউন্সিলর বিভিন্ন দফতরে ঘুরে বিদ্যুৎ নিয়ে আসার ব্যবস্থা করলেন। আজ অগ্নিমিত্রা যা বলছেন, তা ঠিক নয়। কারণ ফোন করে বিদ্যুৎ নিয়ে আসা যায় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Agnimitra Paul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE