Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অধ্যক্ষকে ঘেরাও, বিক্ষোভ

শিক্ষকের অভাবে ক্লাস বন্ধ হয়ছিল আগেই। অন্য বিভাগে অন্তর্বর্তী পরীক্ষা শুরু হলেও শিক্ষকের অভাবে প্রশ্নপত্র তৈরি না হওয়ায় শুরু হয়নি অটোমোবাইল বিভাগের পরীক্ষা। এ বার পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখালেন কাটোয়ার বেঙ্গল ইনস্টিউট অফ টেকনোলজির অটোমোবাইল বিভাগের ছাত্ররা।

চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

শিক্ষকের অভাবে ক্লাস বন্ধ হয়ছিল আগেই। অন্য বিভাগে অন্তর্বর্তী পরীক্ষা শুরু হলেও শিক্ষকের অভাবে প্রশ্নপত্র তৈরি না হওয়ায় শুরু হয়নি অটোমোবাইল বিভাগের পরীক্ষা। এ বার পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখালেন কাটোয়ার বেঙ্গল ইনস্টিউট অফ টেকনোলজির অটোমোবাইল বিভাগের ছাত্ররা। সন্ধ্যায় অবশ্য মহকুমাশাসক গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবার অধ্যক্ষ স্বপন ঘোষাল কলেজে ঢুকতেই তাঁকে কম্পিউটার সায়েন্স বিভাগের একটি ঘরে বসানো হয়। শিক্ষক নিয়োগের দাবি তুলে ঘন্টা দেড়েক আটকে রাখা হয় তাঁকে। ঘেরাও চলায় পরীক্ষায় নজরদার হিসেবেও যেতে পারেননি তিনি। অটোমোবাইল বিভাগের শ’খানেক ছাত্রের অভিযোগ, এক জন পূর্ণ সময়ের ও দু’জন আংশিক সময়ের শিক্ষক দিয়ে কাজ চলছিল দীর্ঘদিন ধরে। আংশিক সময়ের শিক্ষকেরাও নিয়মিত ক্লাসে আসেন না। ফলে দিন পনেরো ক্লাস পুরোপুরি বন্ধ অটোমোবাইল বিভাগে। এমনকী, শিক্ষকের অভাবে প্রশ্নপত্র তৈরি হয়নি বলেও তাঁদের দাবি। ছাত্রদের আরও অভিযোগ, ল্যাবরেটরি ওয়ার্কশপ বন্ধ থাকায় হাতেকলমে তারা কিছুই শিখতে পারছে না। থিওরি ক্লাস বন্ধ থাকায় সমস্যা বেড়েছে আরও। অয়ন বন্দোপাধ্যায়, সুলেখা সিংহদের অভিযোগ, কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা দফতরে শিক্ষকের অপ্রতুলতার বিষয়টি জানিয়েও কাজ না হওয়ায় অধ্যক্ষকে ঘেরাও করতে বাধ্য হন তাঁরা।

স্বপনবাবুর অবশ্য দাবি, ‘‘বিষয়টি সংশ্লিষ্ট দফতরে মাস নয়েক আগেই জানিয়েছি। রাতারাতি তো সমাধান হওয়া সম্ভব নয়।’’ আগামী সপ্তাহের মধ্যেই অব্যবস্থা মেটার আশ্বাস দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BIT Principal Turmoil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE