Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জল না মেলায় ক্ষোভ

প্রায় দেড় মাস ধরে পানীয় জল সরবরাহ অনিয়মিত। প্রবল গরমে তীব্র জলসঙ্কটে ভুগছেন এলাকার বাসিন্দারা। এই অভিযোগে বুধবার বিধাননগরের এডিডিএ পাম্পহাউসের সামনে বিক্ষোভ দেখালেন ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের কর্মী-সমর্থকেরা। এ নিয়ে এডিডিএ কর্তৃপক্ষের কাছে তাঁরা স্মারকলিপিও দিয়েছেন।

শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০১:৪৫
Share: Save:

প্রায় দেড় মাস ধরে পানীয় জল সরবরাহ অনিয়মিত। প্রবল গরমে তীব্র জলসঙ্কটে ভুগছেন এলাকার বাসিন্দারা। এই অভিযোগে বুধবার বিধাননগরের এডিডিএ পাম্পহাউসের সামনে বিক্ষোভ দেখালেন ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের কর্মী-সমর্থকেরা। এ নিয়ে এডিডিএ কর্তৃপক্ষের কাছে তাঁরা স্মারকলিপিও দিয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, গরম পড়তে না পড়তেই এলাকায় তীব্র জলসঙ্কট শুরু হয়েছে। বাসিন্দারা তাঁদের কাছে এসে বারবার অভিযোগ জানাচ্ছেন। বাসিন্দাদের ক্ষোভ, জল সরবরাহ যে শুধু অনিয়মিত তা নয়, জলের পরিমাণও কমে গিয়েছে। ফলে, চাহিদা মতো জল পাওয়া যাচ্ছে না। এলাকার তৃণমূল নেতা হৃদয় সাঁই জানান, বাসিন্দারা তাঁদের কাছে অভিযোগ করেছেন, সব জায়গায় সমান পরিমাণ জল সরবরাহ হচ্ছে না। কোথাও চাহিদার থেকে বেশি জল দেওয়া হচ্ছে। আবার কোথাও জল প্রায় পাওয়াই যাচ্ছে না। তিনি দাবি করেন, পাম্পহাউস থেকে ইচ্ছাকৃত ভাবে জলসঙ্কট তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ‘‘ওই পাম্পহাউসে লোকসংখ্যাও প্রয়োজনের তুলনায় কম রয়েছে। আমরা এডিডিএ কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে সমস্ত বিষয়টি জানিয়েছি।’’ এডিডিএ-র চেয়ারম্যান নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পাইপলাইনের কিছু সমস্যার জন্যই জলের পরিমাণ কমে গিয়েছে। আমরা বিশেষজ্ঞদের পাঠিয়েছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bidhannagar Drinking water Pump house ADDA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE