Advertisement
২৫ সেপ্টেম্বর ২০২৩
Bus Accident

চালকের বুদ্ধিমত্তায় দুর্ঘটনার হাত থেকে বাঁচল বাস

নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ২৩:১০
Share: Save:

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল যাত্রিবোঝাই দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার বাস। উড়ালপুল থেকে নামার সময় হঠাৎই বাসের ভিতর থেকে চালক ও যাত্রীদের চিৎকার, ‘সামনে থেকে সরে যান, সরে যান’! যাত্রীদের মধ্যে কেউ কেউ ভয়ে আতঙ্কিত হয়ে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকারও করেন। উড়ালপুল থেকে নামার সময় বাসের গতি কমে ডিভাইডারে ধাক্কা মারে বাসটি। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে বর্ধমান স্টেশনের পাশে উড়ালপুলের নীচে জিটি রোডের জোড়া মন্দির এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি ডিভাইডারে ধাক্কা না দিলে বড়সড় দুর্ঘটনা ঘটত।

ধর্মতলা বর্ধমান রুটের এসবিএসটিসি বাসটি বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ডে যাওয়ার পথে রেলওয়ে ওভারব্রিজ থেকে নামার সময় ব্রেক ফেল হয়। বাসে ছিল ২৫-৩০ জন যাত্রী। দুর্ঘটনার পরেই বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বাসের চালক বুদ্ধি করে বাসটিকে নিয়ে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সেতু থেকে নামার সময় বাসের গতি থাকায় ধাক্কা মারার পর প্রায় ৩০ ফুট দূরে গিয়ে বাসটি দাঁড়ায়। বাসের চালক উদয় রায় বলেন, ‘‘চলন্ত অবস্থায় আচমকাই একটা আওয়াজ হয় বাসটিতে। সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারেন বাসের ব্রেক ফেল হয়েছে। তখন বাস নিয়ে রেলসেতু থেকে নামছি। তখন বাসের গতি বেশি থাকায় আর কিছু করার ছিল না।’’

প্রত্যক্ষদর্শী কুণাল ঘোষাল বলেন, ‘‘চালকের তৎপরতায় সরকারি বাসটি দুর্ঘটনা এড়াতে পারল। না হলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত।’’ বর্ধমান শহরের গোলাপবাগের বাসিন্দা সমীর রায় ওই বাসে ছিলেন। তিনি বলেন, ‘‘খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তবে চালকের বুদ্ধিতে আমরা সবাই নিরাপদে আছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE