Advertisement
১৮ এপ্রিল ২০২৪
TMC

বুকের পাটা থাকলে কেউ নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে দাঁড়াক: অনুব্রত

বক্তব্য রাখছেন অনুব্রত মণ্ডল।

বক্তব্য রাখছেন অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আউশগ্রাম শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ২০:৪৩
Share: Save:

সোমবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের সভা থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি বললেন, ‘‘কোনও কথাই রাখেননি নরেন্দ্র মোদী। গুজরাতকে গড়তে পারেননি, এখন সোনার বাংলা গড়ার কথা বলছেন। বিজেপি বেকার, দরিদ্র, দিন মজুরদের জন্য কিছুই করেনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন। বহিরাগত বলেছেন।’’

দিল্লিতে কৃষক বিক্ষোভ থেকে বেসরকারিকরণ, সব ইস্যুতেই মোদী সরকারকে সোমবার আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘‘দিল্লিতেহাজার হাজার কৃষক ঠান্ডায় পড়ে আছেন।মোদীর সেই দিকে চোখ নেই। শুধু মমতাকে হিংসা করছেন। একের পর দেশের এক সব বিক্রি করছে মোদী সরকার। ট্রেন বিক্রি করছে।কয়লা খনি বিক্রি করছে।সবই বিক্রি করে দেওয়া হচ্ছে। লকডাউনে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকেবিনামূল্যেচাল দিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার মাত্র ৩ মাস চাল দিল। মমতা তা করেননি।জুন মাস পর্যন্ত চাল দেওয়ার কথা ঘোষণা করেছেন।’’

২০২১ নির্বাচনে মমতার নেতৃত্বে সরকার না তৈরি হলে বাংলা শেষ হয়ে যাবে বলে দাবি করেন অনুব্রত। তিনি বলেন, ‘‘মমতা মানুষের হয়ে কাজ করেছেন, তিনি চলে গেলে বাংলার ক্ষতি হয়ে যাবে।’’

ঘটনাচক্রে, মমতা সোমবারই ঘোষণা করেছেন, তিনি বিধানসভায় নন্দীগ্রামে প্রার্থী হবেন। সেই নিয়ে অনুব্রত বলেন, ‘‘কারও বুকের পাটা থাকলে মমতার বিরুদ্ধে ভোটে দাঁড়াক।’’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মিম লড়বে বলে ঘোষণা করেছে, সেই নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, ‘‘বিজেপির দালাল মিম কিছুই করতে পারবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE