Advertisement
২৯ মার্চ ২০২৩
TMC Infighting

তৃণমূল বিধায়ককে ‘অযোগ্য’ বলে কটাক্ষ দলেরই নেতার, পূর্ব বর্ধমানে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্য সভায় জামালপুরের বিধায়ক অলককুমার মাঝিকে নিশানা করে দলের দুই নেতার তোপ ঘিরে জল্পনা তৈরি হয়েছে জেলার রাজনীতিতে।

প্রকাশ্য সভায় দলের বিধায়ককে নিশানা। নিজস্ব ছবি।

প্রকাশ্য সভায় দলের বিধায়ককে নিশানা। নিজস্ব ছবি।

নিজস্ব সংবাদদাতা
জামালপুর শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১১:২৪
Share: Save:

দলের প্রতিষ্ঠা দিবসে শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল পূর্ব বর্ধামনে। দলীয় সভায় বিধায়ককে ‘অযোগ্য’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন ব্লক সভাপতি। বিষয়টি সেখানেই থেমে ছিল না। ওই সভামঞ্চ থেকে দলের এক পঞ্চায়েত প্রধানও দাবি করেছেন, কাজের ব্যাপারে কোনও দিনই তাঁর সঙ্গে ‘পেরে’ উঠবেন না বিধায়ক!

Advertisement

পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্য সভায় জামালপুরের বিধায়ক অলককুমার মাঝিকে নিশানা করে দলের দুই নেতার তোপ ঘিরে জল্পনা তৈরি হয়েছে জেলার রাজনীতিতে। এ বিষয়ে বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘যাঁরা এই ধরনের কথা বলেছেন, তাঁরাই আমার হয়ে ভোটে কাজ করেছেন। আমি কাজ করেছি কি না, তার বিচার ওই দু’জন করতে পারেন না। করবেন এলাকার মানুষ।’’

রবিবার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জামালপুরের জৌগ্রামের আমড়ামোড়ে সভার আয়োজন করে তৃণমূল। সেই মঞ্চ থেকেই প্রাক্তন ব্লক সভাপতি শ্রীমন্ত রায় বিধায়কের উদ্দেশে বলেন, ‘‘উনি এক জন অযোগ্য বিধায়ক। এমন অযোগ্য বিধায়ক গোটা পশ্চিমবঙ্গে আর এক জনও নেই।’’ বিধায়কের অনুগামীদেরও নিশানা করে তাঁদের দল থেকে তাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন শাসকদলের ওই নেতা। বলেন, ‘‘যাঁরা বিধায়কের হয়ে ঘেউ ঘেউ করছেন, তাঁরাও সাবধান থাকবেন। তাঁদের পিছনে পেট্রল ঢেলে কী ভাবে তাড়াতে হয়, তা জানা আছে।’’

একই মঞ্চ থেকে সুর চড়ান চকদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরসুন্দর মণ্ডলও। তিনি বলেন, ‘‘আবাসের তালিকা নিয়ে প্রতিটা পঞ্চায়েতে কী সমস্যা হচ্ছে, সে ব্যাপারে কি একবারও খোঁজ নিয়েছেন বিধায়ক?’’ তাঁর সংযোজন, ‘‘আমরা সংগঠন করা লোক। এক মাসের মধ্যে বিধায়ক লোক নিয়ে আসুন। আমরাও লোক দিচ্ছি। কোনও দিনই পেরে উঠবেন না।’’

Advertisement

পাল্টা জবাবে বিধায়ক বলেন, ‘‘আমার বিরুদ্ধে কোনও দোষ প্রমাণ হলে দল যা শাস্তি দেবে, মেনে নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.