যুবক খুনের অভিযোগে ধৃত ৪ ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুর্গাপুরের বিধাননগরের কলিন্স পথ এলাকার বাসিন্দা অভিজিৎ পালচৌধুরী (৩২) তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার ভিতরে পরিত্যক্ত ম্যানহোল থেকে তাঁর দেহ মেলে। তাঁর পেটে ও বুকে গুলির চিহ্ন মিলেছে। মাথায় আঘাতের চিহ্নও ছিল। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গোপালপুর থেকে লোহার কারবারি সুকান্ত দত্ত ও বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ৩ ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা চালানো হচ্ছে।