Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ট্রাক থামিয়ে তোলাবাজিতে ধৃতেরা জেলে

জাতীয় সড়কে ট্রাক থামিয়ে তোলাবাজির অভিযোগে ধৃত দীনেশ মাণ্ডি ও দিলীপ পালকে এ দিন বর্ধমান আদালতে তোলা হলে ৪ দিনের জেল হাজতের নির্দেশ দেওয়া হয়। শুক্রবার ট্রাক মালিক সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ করা হয়, ওই ২ জন বর্ধমানের শক্তিগড় ও পালশিটের মাঝে হলদিয়া থেকে আসা ট্রাক থামিয়ে তোলা চাইছিল।

নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০০:৩৯
Share: Save:

জাতীয় সড়কে ট্রাক থামিয়ে তোলাবাজির অভিযোগে ধৃত দীনেশ মাণ্ডি ও দিলীপ পালকে এ দিন বর্ধমান আদালতে তোলা হলে ৪ দিনের জেল হাজতের নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার ট্রাক মালিক সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ করা হয়, ওই ২ জন বর্ধমানের শক্তিগড় ও পালশিটের মাঝে হলদিয়া থেকে আসা ট্রাক থামিয়ে তোলা চাইছিল। তোলা না দিয়ে ট্রাক চালকরা সকলে মিলে ওই ২ জনকে পাকড়াও করে সোজা পুলিশ সুপারের দফতরে নিয়ে যান। সেখানেই ওই ২ জনকে গ্রেফতার করা হয়। যদিও অভিযুক্ত দীনেশ ওই দিন দাবি করতে থাকে মেমারি থানার ‘ডাকবাবু’-র নির্দেশেই তারা টাকা তুলছিল। যদিও পুলিশের তরফে ওই অভিযোগ অস্বীকার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE