Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ডাবর খনিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ

খনির উৎপাদন বন্ধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ-অবস্থান করল আইএনটিটিইউসি। ইসিএলের সালানপুর এরিয়ার ডাবর খনিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

কোলিয়ারিতে অবস্থান। —নিজস্ব চিত্র।

কোলিয়ারিতে অবস্থান। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১০
Share: Save:

খনির উৎপাদন বন্ধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ-অবস্থান করল আইএনটিটিইউসি। ইসিএলের সালানপুর এরিয়ার ডাবর খনিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের ওই কোলিয়ারি শাখার সভাপতি দীনেশ লাল অভিযোগ করেন, বেশ কয়েক বছর ধরে শ্রমিক-কর্মীদের পদোন্নতি হচ্ছে না। এছাড়া খনিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ঢিলেঢালা হয়ে পড়েছে। তাঁদের আরও অভিযোগ, জানুয়ারিতে এই সব দাবিতে তাঁরা টানা দেড় দিন খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই সময়ে কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু কার্যত কিছুই করা হয়নি। শ্রমিক-কর্মীরা এ দিন ফের হুঁশিয়ারি দেন, কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা না নিলে ফের উৎপাদন বন্ধ রেখেই বিক্ষোভ-অবস্থান চালিয়ে যাবেন। খনির উৎপাদন বন্ধ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান সালানপুর এরিয়ার আধিকারিকেরা। তাঁরা আইএনটিটিইউসি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন। কর্তৃপক্ষের তরফে এ দিন লিখিত ভাবে আশ্বাস দেওয়া হয়, অবিলম্বে দাবিপূরণে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এর পরেই অবস্থান তুলে নেওয়া হয়। সকাল৯টার পর থেকে আবার স্বাভাবিক কাজ শুরু হয়েছে বলে খনি কর্তৃপক্ষ জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protests Mine Workers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE