Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মোমো-ভয় মেমারিতে

মোবাইলে ‘মোমো’র লিঙ্ক আসায় আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। সেই তালিকা নাম লেখাল পূর্ব বর্ধমানও। সোমবারল মেমারির শহরের এক যুবক অভিযোগ করেন, তাঁর মোবাইলে হোয়াটসঅ্যাপে ‘মোমো’ খেলার জন্য আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০৫:২২
Share: Save:

মোবাইলে ‘মোমো’র লিঙ্ক আসায় আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। সেই তালিকা নাম লেখাল পূর্ব বর্ধমানও। সোমবারল মেমারির শহরের এক যুবক অভিযোগ করেন, তাঁর মোবাইলে হোয়াটসঅ্যাপে ‘মোমো’ খেলার জন্য আহ্বান জানানো হয়েছে।

মেমারির নতুন বাসস্ট্যান্ডের কাছে দেশবন্ধু পল্লীর বাসিন্দা পার্থসারথি বিশ্বাস পেশায় ব্যবসায়ী। তাঁর দাবি, গত শনিবার রাতে তাঁর হোয়াটসঅ্যাপে একটি আন্তর্জাতিক নম্বর (+১ (৯৫২) ৩৩৩-৬১৬৪) থেকে মোমো বলে পরিচয় দিয়ে খেলতে ইচ্ছুক কি না জানতে চাওয়া হয়। লেখা ছিল, ‘‘হাই, আই অ্যাম মোমো’। তারপরের লাইনে রোমান হরফে বাংলায় লেখা ছিল, ‘পার্থ তুমি কি মোমো চ্যালেঞ্জ খেলবে’। এতেই ভয় পেয়ে যান পার্থসারথিবাবু। পড়শি, পরিচিতদের বিষয়টি জানান তিনি। মেমারি থানাতেও মৌখিক ভাবে ঘটনাটি জানান। পার্থবাবুর কথায়, “সবার পরামর্শে ওই নম্বরে কোনও উত্তর দিইনি। পরে নম্বরটি ব্লক করে দিয়েছিলাম।’’

বছর আটত্রিশের পার্থসারথিরবাবু অষ্টম ও পঞ্চম শ্রেণিতে পাঠরতা দুই মেয়ে রয়েছে। তাঁর আতঙ্ক, “আমার নম্বরে না এসে বাড়ির নম্বরে মোমো খেলার আহ্বান জানানো হলে কী হত ভেবেই ভয় পাচ্ছি।’’ পুরো বিষয়টি বর্ধমানের সাইবার সেলে জানিয়েছেন তিনি। ওই সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (বর্ধমান সদর) প্রিয়ব্রত রায় বলেন, “বিষয়টি সাইবার সেল খতিয়ে দেখছে।’’ প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, নম্বর ও লেখা দেখে মনে হচ্ছে পার্থসারথিবাবুর পরিচিতরাই ওই মেসেজ পাঠিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Momo suicide game fear Memari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE