Advertisement
০৩ মে ২০২৪
Bardhaman

বর্ধমান স্টেশনে থামবে আর এক এক্সপ্রেস, বন্দে ভারত উদ্বোধনের দিন থেকে দুই মিনিটের বিরতি

রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার বাদে সপ্তাহে ৬ দিন  বর্ধমান স্টেশনে দাঁড়াবে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। বর্ধমান স্টেশনে ২ মিনিট থামবে ট্রেনটি।

বর্ধমান স্টেশনে থামবে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস।

বর্ধমান স্টেশনে থামবে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১৮:৪৪
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। আবার ওই শুক্রবার থেকেই বর্ধমান স্টেশনে দাঁড়াবে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।

রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার বাদে সপ্তাহে ৬ দিন বর্ধমান স্টেশনে দাঁড়াবে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। বর্ধমান স্টেশনে ২ মিনিট থামবে ট্রেনটি। আপ ট্রেনটি হাওড়া থেকে বর্ধমান পৌঁছবে দুপুর ৩টে বেজে ২৭ মিনিটে। তা ছাড়বে ৩টে বেজে ২৯ মিনিটে। অন্য দিকে ডাউন ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে বর্ধমানে পৌঁছবে বেলা ১২টা বেজে ১৬ মিনিটে। তা ছাড়বে ১২টা বেজে ১৮ মিনিটে।

বর্ধমান স্টেশনে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস থামার ঘোষণাায় যাত্রীদের দীর্ঘ দিনের দাবি মিটল। তার ফলে খুশি যাত্রীরা৷ অক্ষয় সেন নামে এক রেলযাত্রী বলেন, ‘‘এটা দারুণ খবর। এতে যাতায়াতের অনেক সুবিধা হবে। একটু আরামে দ্রুতগতির ট্রেনে সওয়ার হবেন যাত্রীরা। অন্য দিকে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরো সুগম হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bardhaman Shatabdi Express Howrah New Jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE