গলি রাস্তার জন্য যা বরাদ্দ, ভিন্ গ্রামের সঙ্গে সংযোগকারী বড় রাস্তা তৈরির বরাদ্দও সেই একই পরিমাণ টাকা! মজুরিও সংখ্যাও সেই একই। একশো দিনের প্রকল্পের বরাদ্দ নিয়ে এমনই গোলমালের অভিযোগ করল কালনা ১ ব্লকের বেগপুর পঞ্চায়েত। পঞ্চায়েতের অভিযোগ, এর ফলে কার্যত কোনও কাজই করা যাচ্ছে না। সমস্যা সমাধানের দাবিতে পঞ্চায়েতের তরফে চিঠি দেওয়া হয়েছে কালনার মহকুমাশাসককেও।
নিয়ম অনুযায়ী, একশো দিনের প্রকল্পের বিভিন্ন কাজের পরিকল্পনা পঞ্চায়েত ব্লককে পাঠায়। জেলা থেকে অনুমোদন মেলার পরে ব্লকের নির্দেশে দরপত্র ডেকে কাজ শুরু করে পঞ্চায়েত। এ ক্ষেত্রেও চলতি বছরের ২৭ জানুয়ারি ২০১৭-১৮ আর্থিক বর্ষের পরিকল্পনাটি রূপায়ণে জন্য ব্লক নির্দেশ দেয় বেগপুর পঞ্চায়েতকে। অর্থও বরাদ্দ হয় প্রায় সাড়ে ন’কোটি টাকা। কিন্তু অনুমোদিত প্রকল্পটি দেখার পরেই চোখ কপালে ওঠে পঞ্চায়েত কর্তাদের।
কেন? মহকুমাশাসককে লেখা চিঠিতে পঞ্চায়েত প্রধান জানান ২১৩টি রাস্তার প্রতিটির জন্যই দেওয়া হয়েছে সাড়ে ৬১ হাজার টাকা। অথচ প্রতিটি রাস্তার আকার, সরঞ্জাম সামগ্রী এক রকম নয়। পঞ্চায়েতের এক কর্মী জানান, প্রতিটি রাস্তায় বালি, সামগ্রী, পাথর-সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী কেনার ক্ষেত্রে মাত্র ৩৭ হাজার টাকা করে ধরা হয়েছে। বাস্তবে কোনও ভাবেই যা সম্ভব নয় বলে দাবি
ওই কর্মীর।