Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Durga Puja 2021

পুজোয় লাভের মুখ দেখবেন, আশায় রয়েছেন ল্যাংচা ব্যবসায়ীরা

দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর পূর্ব বর্ধমানের দু’নম্বর জাতীয় সড়কে শক্তিগড়ে দু’পাশে সারি সারি ল্যাংচার দোকান সকলেরই চেনা।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শক্তিগড় শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২১ ২২:৩৭
Share: Save:

গত দেড় বছরের বেশি সময় ধরে লকডাউন ও কোভিডের সংক্রমণে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে সব ব্যবসা-বাণিজ্যেরই। বাদ যাননি পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরাও। গত বছর পুজোয় দোকান খোলা থাকলেও বাজার জমেনি। তবে এ বার কিছুটা হলেও পরিস্থিতি ভাল। ব্যবসায়ীদের আশা, এ বার পুজোয় বাজার জমবে।

দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর পূর্ব বর্ধমানের দু’নম্বর জাতীয় সড়কে শক্তিগড়ে দু’পাশে সারি সারি ল্যাংচার দোকান সকলেরই চেনা। বেশির ভাগ দোকানই দিন-রাত দু’বেলাই খোলা থাকে। দূরপাল্লার বাস-সহ বিভিন্ন যানবাহন আসা যাওয়ার পথে শক্তিগড়ে দাঁড়ায় নিয়ম করে। শক্তিগড়ের ল্যাংচার সুনাম বা খ্যাতি এখন জেলা ছাড়িয়ে ভিন রাজ্যে তো বটেই, ভিন দেশে ছড়িয়ে পড়েছে। তাই যাত্রীদের আগ্রহ থাকে সেই মিষ্টিকে ঘিরে।

ব্যবসায়ী রঞ্জিত দাস বলেন, ‘‘এ বার পুজোয় বাজার জমবে, এই আশায় ল্যাংচা তৈরির উপকরণ সবই তুলে রেখেছি। পুজো আর ক’টা দিন পর। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছি।’’ কোভিড আবহের আগে পুজোর সময় এক অন্য রকম ছবি ধরা পড়ত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে। জাতীয় সড়কের দু’ধারে ল্যাংচার দোকানগুলিতে দিনরাত সব সময়েই সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকত। কিন্তু গত দেড় বছরে সব উধাও। তবুও এ বার বিক্রি বাড়বে বলে তাঁদের আশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE