দুর্ঘটনার কবলে রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার গাড়ি। দুর্ঘটনায় কিছুটা জখম হন মন্ত্রী। জানা গিয়েছে, তাঁর ঘাড়ে, কোমরে এবং পায়ে চোট লেগেছে। মঙ্গলবার আসানসোলে গিয়েছিলেন বেচারাম। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি।
মঙ্গলবার আসানসোলে গিয়েছিলেন বেচারাম। সেখান থেকে ২ নম্বর জাতীয় সড়ক ধরে হুগলির সিঙ্গুরের বাড়ি ফিরছিলেন তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জৌগ্রাম ফ্লাইওভারে জাতীয় সড়কের উপরে ওই দুর্ঘটনা ঘটে। বেচারামের কনভয়ের সামনে অন্য একটি গাড়ি ব্রেক কষে আচমকা। তার জেরে থেমে যায় মন্ত্রীর কনভয়ের পাইলট কারও। কিন্তু ততটা তড়িঘড়ি ব্রেক কষতে পারেননি বেচাারামের গাড়িচালক। ফলে পাইলট কারের পিছনে ধাক্কা মারে তাঁর গাড়িটি। তার জেরে কিছুটা আঘাত পান মন্ত্রী।
আরও পড়ুন:
-
পুলিশকে ইট, জিপে আগুন লাগিয়েছে ভিড়ে মিশে থাকা তৃণমূল, দাবি বিজেপির, পাল্টা প্রশ্ন শাসকদলের
-
বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ মমতা, ‘বেলুন ফুস!’ জেলা সফর থেকে খোঁচা মুখ্যমন্ত্রীর
-
সুকান্ত তখনও পথে, দিলীপ ঘোষণা করে দিলেন ‘নবান্ন অভিযান শেষ’, প্রকাশ্যে এল বিজেপির কৌশল
-
নবান্ন অভিযানে আহত প্রাক্তন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ
মঙ্গলবার সকালে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন বেচারাম। এর পর আসানসোলে সুফল বাংলার দু’টি বিপণন কেন্দ্রের উদ্বোধনও করেন তিনি। এই কর্মসূচি শেষ করেই আসানসোল থেকে ফিরছিলেন বেচারাম। ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা।